Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিএমসি-র সিলমোহর, নিয়ম মেনে অফিস নির্মাণ হয়নি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের

Updated :  Tuesday, September 8, 2020 11:36 AM

কঙ্গনার সঙ্গে শিবসেনার বিবাদ তুঙ্গে। এ যেন রাহু ও কেতু একই স্থানে অবস্থান করছে। সুশান্তের মাদক কাণ্ড ঘিরে একমাত্র কঙ্গনা রানাউত সরব হয়েছিলেন। তিনি একাধিক ট্যুইটে প্রতিবাদ জানিয়েছিলেন। এরপরেই তাঁকে একের পর এক খেসারত দিতে হয়। এমনকি শিবসেনার মুখপাত্র তাঁকে মুম্বাই না ফেরার হুমকি পর্যন্ত দিয়েছেন। এরপরেই কঙ্গনা রানাউত যাতে Y+ক্যাটাগরির নিরাপত্তা পান।

কঙ্গনার মানালির বাড়ি সম্পূর্ণ নিরাপত্তার মোড়কে ঢাকা। কেন্দ্রের নির্দেশ মেনেই কঙ্গনার বাড়ির সামনে কড়া নিরাপত্তা মোতায়েন করা হচ্ছে বলে জানা যাচ্ছে সূত্রের তরফে। এরপাশাপাশি এল আরেকটি খবর, আগামী ৯ই সেপ্টেম্বর কঙ্গনার মুম্বাই আসার কথা, কিন্তু বাধ সাধল কোভিড। কঙ্গনা ও তাঁর দিদির কোভিড ১৯ টেস্ট হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই কঙ্গনা ও তাঁর দিদিকে আগামী ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আগামী ৯ই সেপ্টেম্বর মুম্বাই আসলেও কোভিডের সমস্ত নিয়ম মেনে তাঁকে হোম কোয়ারেন্টিনে থাকতেই হবে।

অন্যদিকে,বিএমসি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের অফিস সিল করে দিয়েছে। বিএমসি বলছে যে কঙ্গনা অফিসকে অবৈধ করে তুলেছে। বিএমসি জানিয়েছে যে কঙ্গনা বিধি লঙ্ঘন করেছে। বিএমসি অনুসারে ৩৫৪ এ নিয়ম নেই। এরপরেই, কঙ্গনার মুম্বইয়ের অফিসে বিএমসির লোকেরা নিয়ম ভেঙে ঢুকে পড়েন এবং প্রতিবেশীদের হুমকি দিয়েছেন বলে সোমবার অভিযোগ করেন অভিনেত্রী। এক্ষেত্রে, বিএমসি সেই নোটিশে লিখেছেন যে কঙ্গনার এই অফিসটি কাজের জন্য নয়। নোটিশে বলা হয়েছে যে কঙ্গনা রানাউত মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের বিধি 354A এর অনুগত নয়। এরপরেই, কঙ্গনা তাঁর নিজের সোশ্যাল হ্যান্ডেলে এ বিষয়ে একটি ভিডিয়োও শেয়ার করেন কঙ্গনা রানাউত। যা নিয়ে ফের মহারাষ্ট্র সরকারের সঙ্গে বিতর্ক শুরু হয়ে যায় মনিকর্ণিকা অভিনেত্রীর।