Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রবিবার মোদির ব্রিগেডে থাকতে পারেন অক্ষয় কুমার, প্রস্তুতি তুঙ্গে রাজ্য বিজেপিতে

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রস্তুতি এখন তুঙ্গে। এরই মধ্যে আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কলকাতার ময়দানে ব্রিগেড সমাবেশ করতে চলেছে বিজেপি। গোটা বঙ্গবাসী রবিবার মোদির…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রস্তুতি এখন তুঙ্গে। এরই মধ্যে আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কলকাতার ময়দানে ব্রিগেড সমাবেশ করতে চলেছে বিজেপি। গোটা বঙ্গবাসী রবিবার মোদির ব্রিগেডের দিকে চেয়ে বসে আছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কি নতুন চমক দেন। রাজ্য বিজেপির অন্দরে ইতিমধ্যেই সাজ সাজ রব শুরু হয়ে গেছে। সেই ব্রিগেড সমাবেশে এতদিন জানা যাচ্ছিল যে মোদির সাথে থাকবেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী। সেই সাথে আজ বিজেপি সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ অংশগ্রহণ করার জন্য কলকাতায় আসছেন “খিলাড়ি”।

বিজেপি সূত্রে জানা গেছে আগামী রবিবার মোদীর ব্রিগেড সভায় হাজির থাকবেন বলিউড তারকা অক্ষয় কুমার। বিজেপি থেকে তাকে ব্রিগেডে আসার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হলে তিনি তা স্বীকার করেছেন। এমনিতেই নরেন্দ্র মোদির সাথে অক্ষয় কুমারের সম্পর্ক বেশ ভালো। মাঝেমাঝেই তাদের দুজনকে একসাথে দেখা যায়। তারকা’র মুখে সর্বদাই মোদির প্রশংসা লেগে থাকে। এবার আগামী ২০১৯ এর লোকসভা নির্বাচনের মতো আবারও নমোর পাশে এসে দাঁড়াবেন অক্ষয় কুমার। আসলে নির্বাচনের আগে নরেন্দ্র মোদি বাংলায় শাসন প্রতিষ্ঠা করার জন্য সবরকম স্তরে গিয়ে প্রচার করতে চায়। অক্ষয় কুমার যদি কলকাতায় আসে তাহলে যে মানুষের জনপ্লাবন হবে ব্রিগেড সমাবেশে তা নিয়ে কোন সন্দেহ নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে, রবিবারের ব্রিগেড সমাবেশে দেখা যাবে ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তীকে। দীর্ঘদিন ধরেই বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছে যে মিঠুন চক্রবর্তী হয়তো এবার বিজেপিতে যোগদান করতে পারে। কিছুদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত তার মুম্বাই এর বাড়িতে গিয়ে বৈঠক করেছিলেন। তবে এবার ব্রিগেড সমাবেশে হয়তো মিঠুন চক্রবর্তী নরেন্দ্র মোদির হাত ধরে গেরুয়া শিবিরে পদার্পণ করতে পারেন। রবিবারে মোদি তার ব্রিগেড সমাবেশে আর কি কি চমক দেয় তা দেখার জন্যে উদগ্রীব হয়ে আছে গোটা বঙ্গবাসী।

About Author