Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দুবাইয়ের মাটিতে হতে চলেছে বিলাপ, আসছে ‘বঙ্গ প্রবাসী মিলাপ’

Updated :  Monday, November 11, 2019 11:45 PM

কেয়া সেন :  ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে দুবাই উড়ে যাচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, রূপম ইসলাম,নীল দত্ত সহ একধিক তারকা। কারণ, পল্লবী চট্টোপাধ্যায়ের ডিম্যাক্স এন্টারটেইনমেন্টের উদ্যোগে আয়োজিত বঙ্গ প্রবাসী মিলাপ ২০১৯। তিন বছরে পা দিয়েছে বিদেশের মাটিতে বাংলা ছবির এই কার্নিভাল। ৬ই ও ৭ই ডিসেম্বর হবে এই অনুষ্ঠান।

 

দুবাইয়ের মাটিতে হতে চলেছে বিলাপ, আসছে 'বঙ্গ প্রবাসী মিলাপ'

তৃতীয় বর্ষে চমক রয়েছে অনেক। প্রথমবার বঙ্গ প্রবাসী মিলাপে লাইভ পারফর্ম করবেন অঞ্জন দত্ত ও তার ট্রায়ো জুটি। সাসপেন্স রাখলেও, এবছরও যে দুবাইয়ের মাটিতে নিজের স্পেশ্যাল পারফরমেন্স করতে চলেছেন বুম্বা দা, তা জানিয়েছেন সাংবাদিক বৈঠকে।

দুবাইয়ের মাটিতে হতে চলেছে বিলাপ, আসছে 'বঙ্গ প্রবাসী মিলাপ'

প্রসঙ্গত, ৭ই ডিসেম্বর গুমনামি, সত্যান্বেষী ব্যোমকেশ, মিতিনমাসি ও মুখোমুখি এই চারটি ছবির স্ক্রিনিং হবে। ৮ই ডিসেম্বর থাকছে তারকাদের লাইভ পারফরমেন্স।সব মিলিয়ে এবছর ও যে জমজমাট হতে চলেছে “বঙ্গ প্রবাসী মিলাপ”, তা আর বলার অপেক্ষা রাখেনা।