Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

মা এবং প্রেমিকা তৃণমূলে, বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত

শুধুমাত্র বনি সেনগুপ্ত নয়, আজকে বিজেপিতে যোগদান করেছেন টলিউডের আরো এক অভিনেত্রী রাজশ্রী রাজবংশী

Advertisement

সম্প্রতি মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানী মুখোপাধ্যায় যোগদান করেছেন তৃণমূল শিবিরে। কিন্তু তাদের পথে না হেঁটে এবারে বনি সেনগুপ্ত যোগদান করলেন বিজেপি তে। তৃণমূল থেকে কৃষ্ণনগর উত্তর আসনের জন্য প্রার্থী নির্বাচিত করা হয়েছিল কৌশানী মুখোপাধ্যায়কে। একটি সাক্ষাৎকারে কৌশানী মুখোপাধ্যায় বলেছিলেন, তার প্রথম ছবি পারবোনা আমি ছাড়তে তোকে। আর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়তে পারবেন না, এই কারণেই তার তৃণমূলে যোগদান।

কিন্তু সেই ছবির নায়ক, এখন যিনি তার প্রেমিক, সেই বনি সেনগুপ্ত যোগদান করলেন পদ্ম শিবিরে। বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এর উপস্থিতিতে গেরুয়া পতাকা তুলে নিলেন নিজের হাতে বনি সেনগুপ্ত। শুধুমাত্র বনি সেনগুপ্ত নয়, আজকে বিজেপিতে যোগদান করেছেন টলিউডের আরো এক অভিনেত্রী রাজশ্রী রাজবংশী। বিজেপিতে যোগদানের পর বনির গলায় শোনা গেল সেই মানুষের জন্য কাজ করার স্লোগান। তিনি বললেন, “মানুষের জন্য কাজ করবো বলেই বিজেপি তে এসেছি। গুরুজনদের মতামত নিয়ে কাজ করব।” তারপর বনির গলায় শোনা গেল সেই জয় শ্রীরাম স্লোগান।

দিন কয়েক আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিজেপি কর্মী সমর্থকদের জয় শ্রীরাম স্লোগান এর বিরোধিতা করেছিলেন বনির মা পিয়া সেনগুপ্ত। তিনি বলেছিলেন, এই বিষয়টি আমাদের বাংলার সংস্কৃতির সাথে মানায় না। তবে এবারে তার নিজের ছেলে এই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কৌশনি এবং পিয়া সেনগুপ্ত কারোর কাছ থেকেই কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিধানসভা নির্বাচনের আগে একের পর এক দল বদলের ঘটনা সামনে আসছে। একে একে বিজেপিতে যোগ দিয়েছেন পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, অশোক দিন্দা, যশ দাশগুপ্ত সহ আরো অনেকে। অন্যদিকে তৃণমূল শিবিরে গেছেন সায়নী ঘোষ, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় সহ আরো অনেকে। এর মধ্যে অনেককেই টিকিট দেওয়া হয়েছে এবারের নির্বাচনে। বিজেপির হয় টিকিট পেয়েছেন হিরন। অন্যদিকে আবার তৃণমূলের হয়ে টিকিট পেয়েছেন কৌশানি, সায়ন্তিকা, রাজ, কাঞ্চন, সায়নী সহ আরো অনেকে। কিন্তু বনি সেনগুপ্ত এবারে যোগ দিলেন বিজেপিতে। কৃষ্ণনগর উত্তর আসনে প্রার্থী হয়েছেন তৃণমূলের টিকিটে কৌশানী মুখোপাধ্যায়। যদি তার বিরুদ্ধে বিজেপির হয়ে প্রচারে নামেন বনি সেনগুপ্ত তাহলে কিন্তু রয়েছে গৃহযুদ্ধের আশঙ্কা। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।

Related Articles

Back to top button