টেক বার্তা

ভারতের যেসব কোম্পানি চিনের টাকায় চলে, জানুন

ভারতের অনেক স্টার্টআপে চীনা কোম্পানি গুলির একটা বড় বিনিয়োগ আছে। ভারতের বড় বড় কিছু কোম্পানির একটা বড় অংশের বিনিয়োগ আসে বিভিন্ন চীনা কোম্পানি থেকে।

Advertisement

কেন্দ্র সরকার সম্প্রতি ৫৯ টি চীনা অ্যাপ ব্যান করেছে। এই ৫৯ টি অ্যাপের মধ্যে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার ইটের মতো জনপ্রিয় বেশ কিছু অ্যাপসও আছে। সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্যেই ডিজিটাল ক্ষেত্রে ভারতের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ভারতের অনেক স্টার্টআপে চীনা কোম্পানি গুলির একটা বড় বিনিয়োগ আছে। ভারতের বড় বড় কিছু কোম্পানির একটা বড় অংশের বিনিয়োগ আসে বিভিন্ন চীনা কোম্পানি থেকে।

SnapDeal, Swiggy, Udaan, Zomato, Big Basket, BYJU, Flipkart, Delhivery, Hike, Make My Trip, Ola, Paytm, Paytm Mall, Policy Bazaar এর মতো বড় বড় কোম্পানি গুলির একটা বড় অংশের শেয়ার আছে বিভিন্ন চীনা কোম্পানির হাতে। ডেটা এন্ড অ্যানালিটিক্স ফার্ম গ্লোবাল ডাটার একটি রিপোর্ট অনুযায়ী, গত চার বছরে বিভিন্ন ভারতীয় কোম্পানিতে চীনা বিনিয়োগ বেড়েছে প্রায় ১২ গুণ। গ্লোবাল ডাটা জানাচ্ছে, চার বছর আগে ২০১৬ সালে ভারতীয় বিভিন্ন কোম্পানিতে চীনা বিনিয়োগ ছিল ৩৮১ মিলিয়ন মার্কিন ডলার, চার বছর পর ২০২০ সালে তা বেড়ে হয়েছে ৪.৬ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যে টাকার পরিমাণ ৩২ হাজার কোটি টাকা।

চীনের আলিবাবা, টেনসেন্ট, টিআর ক্যাপিটাল ও হিলহাউস ক্যাপিটালের মতো সংস্থা একাধিক ভারতীয় কোম্পানিতে বিনিয়োগ করেছে। Paytm, Snapdeal, BigBasket, Zomato-তে ২.৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীনের আলিবাবা সংস্থা। Ola, Swiggy, Hike, Dream 11, BYJU-তে ২.৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে চীনের আর এক সংস্থা টেনসেন্ট। জানা যাচ্ছে, ২৪ টি ভারতীয় স্টার্টআপের মধ্যে ১৭ টিতে সরাসরি বিনিয়োগ আছে চীনের এই বড় সংস্থা গুলির।

Related Articles

Back to top button