Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ৫০০০ টাকা দিয়েই ঘরে নিয়ে আসুন নতুন Hero Splendor Xtec, জানুন ফিচার

Updated :  Wednesday, October 26, 2022 10:08 AM

আপনারা সকলেই জানেন, পুজোর সিজন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং কোম্পানিগুলি ইতিমধ্যেই তাদের গ্রাহকদের জন্য নিয়ে চলে এসেছে দারুণ কিছু অফার। এই অফারে আপনারা হিরো স্প্লেন্ডার থেকে শুরু করে বিভিন্ন বাজেট রেঞ্জের বাইক সস্তা দামে কিনতে পারছেন। বিশ্বাস করুন এই অফারটি এতটাই আকর্ষণীয়, যে আপনি এই বাইকের অফার না দেখে থাকতে পারবেন না। তবে এই সমস্ত বাইকের অফার গুলোর মধ্যে সবথেকে আকর্ষণীয় অফার হলো হিরো স্প্লেন্ডার এর। আপনাদের জানিয়ে রাখি, ভারতের বাজারে দিওয়ালি অফারে এই মুহূর্তে Splendor Plus Xtec আপনারা মাত্র পাঁচ হাজার টাকার ডাউনপেমেন্ট দিয়ে কিনে নিতে পারছেন।

আপনি যদি এই বাইক কিন্তু চান তাহলে আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। আপনাকে এই বাইক কেনার জন্য ৫০০০ টাকা ডাউনপেমেন্ট করতে হবে এবং ৯.৭% হারে সুদের উপরে আপনাকে ৮৫,৩৯৪ টাকা ঋণ গ্রহণ করতে হবে। এই ঋণ আপনি তিন বছরের মধ্যে শোধ করতে পারবেন। অর্থাৎ আপনাকে প্রতি মাসে ২,৭৪৩ টাকার কিস্তি দিতে হবে। তাই এই সুযোগ কখনোই ছাড়বেন না।

এই নতুন বাইকে আপনারা আকর্ষণীয় কিছু ফিচার পেয়ে যাবেন। আপনাদের জানিয়ে রাখি হিরো কোম্পানির এই বাইকটি ম্যাট গোল্ড রঙে আপনারা পাচ্ছেন। থ্রিডি হিরো স্প্লেন্ডার প্লাস ব্র্যান্ডিং পেয়ে যাবেন আপনি এই বাইকের সঙ্গে। তবে Xtec মডেলও কিন্তু আপনি পেতে পারেন।এই ভাই কি আপনারা কানেক্টেড ফিচার এর সাথে অল ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। তবে যদি আপনি Xtec মডেল কেনেন তাহলে আপনি ক্যানভাস ব্ল্যাক রং এর অপশন পেয়ে যাবেন যা অত্যন্ত আকর্ষণীয়।

এই বাইকে আপনারা ১৮ ইঞ্চি অ্যালয় হুইল পাচ্ছেন। তার সাথেই পাচ্ছেন ইউএসবি চার্জার, সাইড মাউন্টেড ইন্ডিকেটর এবং মোটর কাট অফ সেন্সর। এই বাইকটি পরিবর্তনীয় আই থ্রি এস টেকনিকের সাথে আসছে। এই বাইকে আপনারা ৯৭.২ সিসি ক্ষমতা বিশিষ্ট ইঞ্জিন পেয়ে যাচ্ছেন যা আপনাকে ৭.৯ হর্স পাওয়ার শক্তি দিতে পারে এবং ৮.০৫ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে।