Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শুরুতেই কয়েক হাজার টাকা ছাড়, বাজারে এল রয়্যাল এনফিল্ড বিএস-6 হিমালয়ান

অপেক্ষার অবসান ঘটিয়ে বিএস-6 হিমালয়ান ভারতের বাজারে নিয়ে এলো মোটর বাইক কোম্পানি রয়্যাল এনফিল্ড। ১.৮৭ লক্ষ টাকা থেকে দাম শুরু এই বাইকটির। এটির দাম আগের বিএস-4 হিমালয়ানের থেকে প্রায় ৬,০০০ টাকা…

Avatar

অপেক্ষার অবসান ঘটিয়ে বিএস-6 হিমালয়ান ভারতের বাজারে নিয়ে এলো মোটর বাইক কোম্পানি রয়্যাল এনফিল্ড। ১.৮৭ লক্ষ টাকা থেকে দাম শুরু এই বাইকটির। এটির দাম আগের বিএস-4 হিমালয়ানের থেকে প্রায় ৬,০০০ টাকা বেশি। বিএস 6 ক্লাসিক 350 এর পরে হিমালয়ান রয়্যাল এনফিল্ডের দ্বিতীয় বিএস-6 বাইক। স্নো হোয়াইট বা গ্রানাইট রঙের বিএস-6 রয়্যাল এনফিল্ড হিমালয়ানটির দাম ১.৮৬ লক্ষ টাকা যেখানে স্লিট গ্রে এবং গ্র্যাভেল গ্রে মডেলটির দাম ১.৮৯ লক্ষ টাকা। এছাড়া একটি ডুয়াল টোন কালারেও নতুন হিমালয়ান পাওয়া যাবে। লেক ব্লু এবং রক রেড এই মডেলটির ১.৯১ লক্ষ টাকা।

বিএস-6 রয়্যাল এনফিল্ড হিমালয়ের নকশা মূলত আগের মডেলের মতোই আছে। তবে এর নতুন মডেল ডুয়াল টোনের রঙে পাওয়া যাবে। নতুন রয়্যাল এনফিল্ড হিমালয়ানে আগের মডেলের মতোই ইনস্ট্রুমেন্ট কনসোল ব্যবহার করা হয়েছে যেখানে স্পিডোমিটার, টেকোমিটার এবং ফুয়েল গেজের অ্যানালগ কাউন্টার পাশাপাশি ট্রিপ মিটার, ওডোমিটার, গিয়ার পজিশন, ক্লক এর মতো রিডআউটগুলির জন্য একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে। বাইকটিতে এবিএস বন্ধ করার জন্য একটি নতুন সুইচ দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ভারতের বাজারে আসছে বৈদ্যুতিক রিকশা

নতুন হিমালয়ানের সবচেয়ে বড় পরিবর্তনটি হলো এর সুরক্ষা। সংস্থা এবার কেবল ব্রেকিং মেকানিজমকেই উন্নত করেনি, এর সাথে নতুন সুইচযোগ্য এবিএস দিয়েছে। এটির পাশাপাশি একটি নতুন হ্যাজার্ড সুইচও দিয়েছে যা অন্যান্য রাইডারদের নিকট আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করবে। নতুন হিমালয়ানে বিএস-4 ভেরিয়েন্টটির মতোই একই 411 সিসি ইঞ্জিন দেওয়া হয়েছে তবে এটি এখন বিএস-6 ইঞ্জিন। এটি 24.5 বিএইচপি, 32 এনএম টর্ক সরবরাহ করে এবং এটি 5 স্পিড গিয়ারবক্সের সাথে দেওয়া হয়েছে।

About Author