BSNL এর নতুন প্ল্যান, JIO কে টেক্কা দিতে এই প্ল্যান নিয়ে এলো!

ভারত বার্তা ডেস্ক : রিলায়েন্স জিও আসার পর থেকে বাজারে মুখ থুবড়ে পড়েছে অন্যান্য টেলিকম সংস্থা। ভারতের বাজারে নিজেদের আধিপত্য ক্রমশ বাড়িয়ে চলেছে মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও। TRAI…

Avatar

ভারত বার্তা ডেস্ক : রিলায়েন্স জিও আসার পর থেকে বাজারে মুখ থুবড়ে পড়েছে অন্যান্য টেলিকম সংস্থা। ভারতের বাজারে নিজেদের আধিপত্য ক্রমশ বাড়িয়ে চলেছে মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও। TRAI এর রিপোর্ট অনু্যায়ী, আম্বানির জিও মোবাইল সাবস্ক্রাইবার এর দিক দিয়ে এখন দ্বিতীয় নম্বরে। এখন টেলিকম মার্কেটে সব কোম্পানি তাদের কম দামের ট‍্যারিফের মধ্য দিয়ে গ্রাহকদের আকর্ষিত করতে চাইছে।

এবার জিওকে টেক্কা দিয়ে বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে নতুন অফার নিয়ে হাজির BSNL। দুটি লম্বা ভ্যালিডিটির প্ল্যান নিয়ে এসেছে BSNL। নতুন দুই প্রিপেড প্ল্যানের থাকছে আনলিমিটেড কলের সুবিধা। প্ল্যানদুটির ভ্যালিডিটি ২৭০ দিন। BSNL 1,399 টাকা আর 1,001 টাকার নতুন দুটি প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। 1,001 টাকা প্রিপেড প্ল্যানে গ্রাহকরা পাবে 9GB ডেটা আর 270 টা এসএমএস এবং 1,399 টাকা প্রিপেড প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবে দিনে 1.5GB ডেটা আর প্রতিদিন 50 টা করে এসএমএস।

JIO-র নতুন প্ল্যান, সর্বনিম্ন ৪৯ টাকার রিচার্জে পেয়ে যান এই অফারটি, তাড়াতাড়ি করুন!

About Author