Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

BSNL-এর সস্তা রিচার্জে কাঁপছে Jio-Airtel, প্রতিদিন ২GB ডেটা একদম কম দামে – BSNL Recharge Plan

Updated :  Tuesday, September 2, 2025 10:56 AM
bsnl recharge plan

টেলিকম বাজারে ফের নতুন চমক নিয়ে হাজির হল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। সরকারি এই সংস্থা সম্প্রতি মাত্র 199 টাকায় এক নতুন রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। এতে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও ফ্রি SMS-এর সুবিধা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে গ্রাহকরা ৩০ দিনের ভ্যালিডিটি সহ মোট ৬০ জিবি ডেটা পাবেন। বেসরকারি টেলিকম সংস্থাগুলির তুলনায় এই প্ল্যান আরও লাভজনক বলেই দাবি করেছে বিএসএনএল।

BSNL-এর ১৯৯ টাকার প্ল্যানের সুবিধা

নতুন প্ল্যানে গ্রাহকদের জন্য থাকছে—

  • প্রতিদিন ২ জিবি ডেটা (মোট ৬০ জিবি)

  • দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং

  • ফ্রি ন্যাশনাল রোমিং

  • প্রতিদিন ১০০টি ফ্রি SMS

  • ৩০ দিনের ভ্যালিডিটি

এই রিচার্জ দেশের সমস্ত সার্কেলে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

প্রাইভেট টেলিকম সংস্থার তুলনা

বিএসএনএল জানিয়েছে, একটি জনপ্রিয় বেসরকারি সংস্থার ১৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পান মাত্র ১৪ দিনের ভ্যালিডিটি। অর্থাৎ, সরকারি টেলিকমের তুলনায় সেখানে গ্রাহকরা ১৬ দিন কম সুবিধা পান। অন্যদিকে, আরেক সংস্থার সমান সুবিধা পেতে গ্রাহকদের খরচ করতে হয় 379। এখানে ভ্যালিডিটি ৩০ দিন হলেও দাম বিএসএনএল-এর তুলনায় প্রায় দ্বিগুণ। তৃতীয় এক সংস্থা প্রতিদিন ২ জিবি ডেটা সহ ২৮ দিনের ভ্যালিডিটি দিচ্ছে 365 টাকায়। এখানেও দাম বিএসএনএল-এর তুলনায় অনেক বেশি।

গ্রাহকদের সম্ভাব্য সুবিধা

টেলিকম বিশেষজ্ঞদের মতে, প্রতিযোগিতার বাজারে এমন সস্তা প্ল্যান গ্রাহকদের আগ্রহ বাড়াতে পারে। বিশেষত যাঁরা কম দামে দীর্ঘ ভ্যালিডিটি খুঁজছেন, তাঁদের কাছে এই অফার আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এছাড়া আনলিমিটেড কলিং ও জাতীয় রোমিং সুবিধা থাকায় এটি আরও জনপ্রিয় হতে পারে।