Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বড় চমক! BSNL আনল ৫০ দিনের সস্তা প্ল্যান, দিনে ২GB ডেটা ও আনলিমিটেড কল

Updated :  Monday, September 8, 2025 3:12 PM
bsnl recharge plan

ভারতের টেলিকম বাজারে বেসরকারি কোম্পানিগুলি নানা রকম আকর্ষণীয় অফার আনে। সেই প্রতিযোগিতায় পিছিয়ে থাকতে চায় না রাষ্ট্রায়ত্ত সংস্থা BSNL। এবার সংস্থাটি এনেছে নতুন ৩৪৭ প্রিপেইড প্ল্যান, যেখানে ব্যবহারকারীরা পাচ্ছেন ৫০ দিনের মেয়াদে প্রতিদিন ২ জিবি ডেটা, সাথে কলিং ও SMS সুবিধা।

কী কী সুবিধা থাকছে এই প্ল্যানে

BSNL-এর ₹৩৪৭ টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা ৫০ দিন ধরে প্রতিদিন ২GB হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। এর বাইরে রয়েছে আনলিমিটেড কলিং সুবিধা—যার মাধ্যমে যে কোনও নেটওয়ার্কে সীমাহীন কথা বলা যাবে। এছাড়াও প্রতিদিন দেওয়া হচ্ছে ১০০টি SMS ফ্রি। দীর্ঘ মেয়াদের জন্য তুলনামূলক কম খরচে এত সুবিধা দেওয়ায় প্ল্যানটি ইতিমধ্যেই গ্রাহকদের আকর্ষণ করছে।

প্রতিযোগিতার বাজারে টিকে থাকার কৌশল

বর্তমানে Airtel, Jio ও VI-এর মতো বেসরকারি সংস্থাগুলি সস্তা ও ডেটা সমৃদ্ধ প্ল্যান দিচ্ছে। সেই প্রতিযোগিতায় জায়গা ধরে রাখতে BSNL একের পর এক নতুন প্রিপেইড প্ল্যান চালু করছে। সম্প্রতি তারা ঘোষণা করেছে যে ৫০ দিনের মেয়াদে প্ল্যান চালু করা হবে, যেখানে সাধারণত অন্যান্য সংস্থায় এই মেয়াদ ২৮ দিনেই সীমাবদ্ধ থাকে। বিশেষ করে বেশি ডেটা ব্যবহারকারীদের জন্য এই প্ল্যান বড় সুবিধা এনে দিচ্ছে।

১ টাকার ফ্রিডম অফারও বাড়ল

শুধু ৩৪৭ প্ল্যানই নয়, BSNL তাদের জনপ্রিয় ১ ফ্রিডম অফার-এর মেয়াদও বাড়িয়েছে। এখন এই অফার ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত পাওয়া যাবে। এই বিশেষ অফারে মাত্র এক টাকায় নতুন সিম কার্ড, ৩০ দিনের বৈধতা এবং সীমাহীন ভয়েস কলিং সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিদিন ২ জিবি ডেটা ও ১০০টি SMS পাওয়া যাবে। তবে এটি মূলত নতুন গ্রাহকদের জন্যই প্রযোজ্য।

4G পরিষেবা চালু

কিছু এলাকায় BSNL তাদের 4G পরিষেবা চালু করেছে। ফলে গ্রাহকরা এখন আগের চেয়ে দ্রুত ইন্টারনেট স্পিড পাবেন। সংস্থার দাবি, ধীরে ধীরে সারা দেশেই 4G পরিষেবা চালু করা হবে, যাতে গ্রাহকরা উন্নত মানের নেটওয়ার্ক উপভোগ করতে পারেন।