Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বছরে খরচ ৩৬৫ টাকা, পেয়ে যান ২ জিবি ডেটা সাথে ফ্রী ভয়েস কলিং, দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির BSNL

Updated :  Sunday, March 14, 2021 9:03 AM

BSNL কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানগুলিকে আবারও ফিরিয়ে এনেছে নতুন রূপে। এইবার কোম্পানি গ্রাহকদের দিতে চলেছে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো প্ল্যান। এই প্ল্যানগুলিতে গ্রাহক পাবেন আনলিমিটেড কলিং এর সাথে ডেটা এর সুবিধা। BSNL ছাড়া একই প্ল্যানগুলি বাকি কোম্পানি তথা Jio, Airtel এবং Vi ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা এর মধ্যে গ্রাহকদের প্রদান করে থাকে। কিন্তু সেখানেই ৩৬৫ দিন বৈধতা যুক্ত এই প্ল্যানগুলিকে BSNL দিচ্ছে খুবই কম দামে। আজ আমরা আপনাকে BSNL এর এমন এক প্ল্যানের কথা বলতে চলেছি, যার বৈধ্যতা ৩৬৫ দিন, কিন্তু দাম ৪০০ টাকার ও কম। BSNL কোম্পানি সম্প্রতি লঞ্চ করেছে ৩৬৫ টাকার এই প্ল্যান, প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিন। সাথে গ্রাহক পাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা।

কেবল এখানেই শেষ হয়নি সুবিধার ভাণ্ডার। রয়েছে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধাও। এছাড়া গ্রাহক প্রতিদিনের জন্য পাবেন ১০০ টি ফ্রি মেসেজের সুবিধাও। অন্যদিকে এই প্ল্যানের সাথে দেওয়া হচ্ছে লোকধুন কানেক্ট এবং পার্সোনালাইজড রিং ব্যাঙ্ক টোনও। তবে প্ল্যানের সাথে দেওয়া এই ফ্রি সুবিধার বৈধতা কেবল ৬০ দিনের জন্য।

বলা বাহুল্য, একই ধরণের প্ল্যান Airtel গ্রাহকদের দেয় ২,৪৯৮ টাকায়। সেই টাকায় গ্রাহকদে দেওয়া হয় ২ জিবি প্রতিদিনের ডেটা। অন্যদিকে Jio এর পক্ষ থেকে এই একই প্ল্যান দেওয়া হয় ২,৩৯৯ টাকায়। Vi এর এই প্ল্যানের দাম ২,৫৯৫ টাকা।