টেক বার্তা

BSNL: বারবার রিচার্জের সমস্যা থেকে মুক্তি দিল BSNL, এই সস্তা প্ল্যানে 395 দিন সক্রিয় থাকবে সিম

অনেকে সরকারী টেলিকম সংস্থার কাছে দিকে ঝুঁকতে শুরু করেছেন। বিএসএনএলের এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে যার বৈধতা ৩৯৫ দিনের।

Advertisement
Advertisement

BSNL গত কয়েক মাসে ব্যবহারকারীদের জন্য সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে। যেহেতু বেসরকারী সংস্থাগুলির রিচার্জ প্ল্যানগুলো অনেকটা দামী, তাই অনেকে সরকারী টেলিকম সংস্থার কাছে দিকে ঝুঁকতে শুরু করেছেন। বিএসএনএলের এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে যার বৈধতা ৩৯৫ দিনের। কোনও বেসরকারি টেলিকম সংস্থার এমন কোনও রিচার্জ প্ল্যান নেই যা ১ বছরের বেশি বৈধতা দেয়। বিএসএনএলের এই রিচার্জ প্ল্যান ব্যবহারকারীদের বারবার নম্বর রিচার্জ করার টেনশন থেকে মুক্তি দিতে পারবে।

Advertisement
Advertisement

৩৯৫ দিনের রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি

BSNL-এর একটি রিচার্জ প্ল্যান ২ হাজার ৩৯৯ টাকায় আসে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩৯৫ দিনের। এই প্ল্যানে গ্রাহকরা দেশের যে কোনও নম্বরে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও বিএসএনএলের এই প্রিপেইড প্ল্যানে ব্যবহারকারীদের দৈনিক ২ জিবি হাই স্পিড ডেটার সুবিধাও দেওয়া হচ্ছে। দৈনিক লিমিট শেষ হওয়ার পরেও ব্যবহারকারীরা ৪০ কেবিপিএস স্পিডে আনলিমিটেড ইন্টারনেট পাবেন।

Advertisement

৩০ দিনের জন্য বিনামূল্যে বিএসএনএল টিউন

বিএসএনএলের এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও ব্যবহারকারীরা প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএসের সুবিধা পাবেন। এতে ব্যবহারকারীরা ৩০ দিনের জন্য বিনামূল্যে বিএসএনএল টিউনের সুবিধা পেয়ে যাবেন। শুধু তাই নয়, হার্ডি গেমস, চ্যালেঞ্জার এরিনা গেমস, গেমন অ্যান্ড অ্যাস্ট্রোটেল, গেমিয়াম, জিং মিউজিক, ওয়াও এন্টারটেইনমেন্ট, লিস্টন পোডোক্যাটের মতো ভ্যালু অ্যাডেড সার্ভিসের সুবিধাও পেয়ে যাচ্ছেন ব্যবহারকারীরা।

Advertisement
Advertisement

BSNL Recharge Plan

৪জি BSNLপরিষেবা

খুব শীঘ্রই দেশ জুড়ে ৪জি পরিষেবা চালু করতে পারে বিএসএনএল। একটি রিপোর্ট অনুযায়ী, অক্টোবরে সারা দেশে ৪জি পরিষেবা চালু করতে চলেছে সরকারি টেলিকম সংস্থা BSNL। এই মুহূর্তে সংস্থাটি দেশের সমস্ত বড় শহর এবং টেলিকম সার্কেলে ৪জি পরিষেবা পরীক্ষা করছে। শুধু তাই নয়, সারা দেশে ২৫ হাজারের বেশি ৪জি মোবাইল টাওয়ার বসিয়েছে কোম্পানি। এ ছাড়া হয়তো খুব তাড়াতাড়ি ৫জির পরীক্ষামূলক পরিষেবা শুরু করতে পারে এই কোম্পানি।

Related Articles

Back to top button