Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রতিদিন ২GB ডেটার সাথে দুর্ধর্ষ প্ল্যান, Jio-Airtel-Vi গ্রাহকদের ঘুম ওড়াল BSNL, দাম শুনলে চমক যাবেন

Updated :  Saturday, September 13, 2025 11:46 AM
bsnl recharge plan

কম খরচে বেশি সুবিধা—টেলিকম দুনিয়ায় ফের প্রতিযোগিতা বাড়াল বিএসএনএল (BSNL)। পুজোর আগে গ্রাহকদের জন্য এক নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এলো সংস্থা। মাত্র ৪৮৫ টাকার এই প্ল্যানে মিলছে প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটা, সঙ্গে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন ১০০টি করে এসএমএস-এর সুবিধা। ফলে, জিও এবং ভোডাফোন আইডিয়ার মতো সংস্থাগুলির মাথাব্যথা আরও বেড়েছে।

নতুন প্ল্যানে কী কী সুবিধা?

বিএসএনএল-এর এই নতুন ৪৮৫ টাকার প্রিপেড প্ল্যানের বৈধতা ৭২ দিন। অর্থাৎ, গ্রাহকরা প্রায় আড়াই মাস ধরে প্রতিদিন ডেটা ও কলের সুবিধা উপভোগ করতে পারবেন। তবে প্রতিদিন ২ জিবি ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড নেমে দাঁড়াবে ৪০ কেবিপিএস-এ। তবু আনলিমিটেড কল ও এসএমএস পরিষেবা অব্যাহত থাকবে।

প্রতিযোগিতার বাজারে তুলনা

বর্তমানে টেলিকম বাজারে সবার নজর জিওর ৭৪৯ টাকার প্ল্যানের দিকে। সেখানে প্রতিদিন ২ জিবি হাই স্পিড ডেটার সঙ্গে থাকছে অতিরিক্ত ২০ জিবি ফ্রি ডেটা, আনলিমিটেড কল এবং ৯০ দিনের জন্য হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন। পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন ডিজিটাল অফার যেমন AJIO শপিং-এ ছাড়, Zomato Gold মেম্বারশিপ, Jio Saavn Pro এক মাসের সাবস্ক্রিপশন এবং Netmeds First-এর ছয় মাসের সদস্যপদ। যদিও প্ল্যানের দাম বিএসএনএল-এর তুলনায় অনেকটাই বেশি। অন্যদিকে, ভোডাফোন আইডিয়ার ৭১৯ টাকার প্ল্যানেও ৭২ দিনের বৈধতা থাকলেও প্রতিদিন ডেটা সুবিধা মাত্র ১ জিবি। সেই তুলনায় বিএসএনএল-এর ৪৮৫ টাকার প্ল্যান দ্বিগুণ ডেটা দিচ্ছে কম খরচে।

গ্রাহকদের জন্য সাশ্রয়ী বিকল্প

বিশেষজ্ঞদের মতে, যারা মূলত ডেটা ব্যবহার বেশি করেন, তাঁদের কাছে বিএসএনএল-এর এই নতুন প্ল্যানটি সাশ্রয়ী বিকল্প হতে পারে। জিও ও ভোডাফোন আইডিয়ার অতিরিক্ত অফার আকর্ষণীয় হলেও, প্রতিদিনের ডেটার ব্যবহার এবং মোট খরচের হিসাবে বিএসএনএল-এর অফার অনেকটাই লাভজনক।

টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতা বাড়বে

টেলিকম ক্ষেত্রের প্রতিযোগিতায় পিছিয়ে থাকলেও বিএসএনএল এই নতুন রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের মন জিতে নিতে চাইছে। বিশেষ করে মধ্যবিত্ত গ্রাহকরা যেখানে কম খরচে বেশি সুবিধা চান, সেখানে এই প্ল্যান ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। পুজোর বাজারে ডেটা ও কল ব্যবহারে ক্রেতাদের আকর্ষণ করাই সংস্থার মূল লক্ষ্য।