Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রতিদিন ৩ জিবি ডেটা, সাথে আনলিমিটেড কল, কম টাকায় দুর্দান্ত প্ল্যান আনলো BSNL

Updated :  Tuesday, March 17, 2020 9:18 AM

বেশি সংখ্যায় গ্রাহক আকর্ষণ করার জন্য সব টেলিকম সংস্থা গুলিই বিভিন্ন সময় বিভিন্ন রিচার্জ প্ল্যান আনে। তেমনই কিছু প্ল্যান আনলো রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল। কর্ণাটক এবং তামিলনাড়ু সার্কেলের জন্য প্রযোজ্য এই প্ল্যানগুলিতে গ্রাহকেরা যথেষ্ট আকৃষ্ট হবে বলেই আশা করা যাচ্ছে। আসুন প্ল্যানগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই –

২৪৭ টাকাঃ প্রতিদিন ৩ জিবি ডেটা + আনলিমিটেড ভয়েস কল। এই প্ল্যানটির বৈধতা ৩০ দিন।

৯৯৮ টাকাঃ প্রতিদিন ২ জিবি ডেটা। এই প্ল্যানটির বৈধতা ২৪০ দিন থেকে ২৭০ দিন করা হয়েছে। তবে এই অতিরিক্ত সুবিধা থাকবে ৬ই জুলাই ২০২০ পর্যন্ত।

আরও পড়ুন : গ্রাহকদের জন্য দারুন অফার, এক বছরের সস্তার প্ল্যান আনল Jio

১৯৯৯ টাকাঃ প্রতিদিন ৩ জিবি ডেটা + ১০০ এসএমএস + আনলিমিটেড ভয়েস কল। এই প্ল্যানটির বৈধতা ৩৬৫ দিন থেকে ৪২৫ দিন করা হয়েছে। এই অতিরিক্ত ভ্যালিডিটির সুবিধা থাকবে ৩১শে মার্চ ২০২০ পর্যন্ত।

শুধুমাত্র এই প্ল্যানগুলিই নয় বিএসএনএল তার গ্রাহকদের জন্য আরও একটি প্ল্যান এনেছে যেটির মূল্য ৫৫১ টাকা। এতে পাওয়া যাবে প্রতিদিন ৫ জিবি ডেটা। তবে এতে ভয়েস কলিং এর কোনো সুবিধা নেই। এটির বৈধতা ৯০ দিন।