BSNL আনলো নতুন রিচার্জ প্ল্যান, এখন এই সুবিধাগুলি কম দামে পাওয়া যাবে
BSNL তাদের গ্রাহকদের জন্য একাধিক নতুন নতুন প্ল্যান আনছে
এখন সারা দেশে এমন অনেক টেলিকম সংস্থা রয়েছে যা মানুষের মন জয় করার জন্য কাজ করছে, তা জিও হোক বা বিএসএনএল। বিএসএনএল, যা ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাগুলির মধ্যে গণনা করা হয়, এখন এমন অনেকগুলি পরিকল্পনা নিয়ে এসেছে যা ব্যাপক পছন্দ হচ্ছে গ্রাহকদের। BSNL কোম্পানি তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে এবং বাজারের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা জিওকে টেক্কা দিতে একটি অভাবনীয় প্ল্যান এনেছে। কত টাকার কি প্ল্যান? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
বিএসএনএল কোম্পানি সম্প্রতি একটি ধামাকদার প্ল্যান এনেছে যা ব্যাপক পছন্দ হচ্ছে সকলের। এই প্ল্যানের মূল্য ১৫১৫ টাকা। তবে এতে আপনি ৩৬৫ দিনের বৈধতা পাবেন। তাই আপনাদের মাসে মাসে প্ল্যান রিচার্জ করার চিন্তা থাকবে না। অত্যন্ত কম দামে এই সারা বছরের রিচার্জের সুবিধা দিচ্ছে এই সরকারি টেলিকম সংস্থা। এই সুযোগ হাতছাড়া করলে পরে অনুশোচনা করতে হবে। তাই এই ১৫১৫ টাকার প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যাবে? সেই সমন্ধে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ব্যবহারকারীদের এই প্রিপেইড প্ল্যানে এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের বৈধতা দেওয়া হচ্ছে। প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস দেওয়া হচ্ছে, যার সুবিধাও মানুষ পাচ্ছেন ব্যাপক হারে। কোনো কারণে আপনার ডেটা শেষ হয়ে গেলেও, ইন্টারনেট মসৃণভাবে চলতে থাকবে। ব্যবহারকারীরা ৪০ Kbps গতিতে ইন্টারনেট সুবিধা পেতে পারেন। আপনি যদি প্ল্যানের প্রতি মাসের খরচ বের করেন তবে তা হবে ১২৬ টাকা। শুধু তাই নয়, দৈনিক ভিত্তিতে খরচ করলে তা হবে ৫ টাকা। এত সস্তায় আর কোনো টেলিকম সংস্থা বার্ষিক প্ল্যান দিতে পারে না। তাই দেরি না করে এক্ষুনি এই রিচার্জ সেরে ফেলুন।