ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

AIRTEL এবং JIO – র সঙ্গে লড়াই করতে এবার নতুন প্ল্যান নিয়ে হাজির হলো BSNL, দাম ২০০ টাকার থেকেও কম

বিএসএনএল সম্প্রতি ভারতে একটা জনপ্রিয় টেলিকম নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি হয়ে উঠেছে

Advertisement

ভারতে এখনকার দিনে প্রতিটি টেলিকম কোম্পানি তাদের গ্রাহকদের আকৃষ্ট করতে নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। এমনিতেই জিও এবং এয়ারটেল ভারতের সব থেকে জনপ্রিয় দুটি টেলিকম কোম্পানি। যারা মোটামুটি স্মার্টফোন ব্যবহার করেন তারা মূলত এই দুটি কোম্পানির সিম কার্ড বেশি ব্যবহার করেন। কিন্তু সরকারি টেলিকম কোম্পানি BSNL এবার একটি নতুন আশ্চর্যজনক প্ল্যান নিয়ে হাজির হয়েছে যা আপনার মন জয় করতে বাধ্য। হ্যাঁ, এই নতুন প্ল্যান লঞ্চ করে বেসরকারি সংস্থাগুলির সাথে কঠিন প্রতিযোগিতা দিতে শুরু করেছে ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল। আর ইতিমধ্যেই ভারতে এই BSNL এর প্ল্যানটি বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। সবথেকে আকর্ষণীয় বিষয়টা হলো, এই প্ল্যান এর দাম ২০০ টাকার থেকেও কম। অন্যদিকে এই প্ল্যান রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন দারুন বেনিফিট, যার মধ্যে অন্যতম হলো কলিং বেনিফিট এবং ডেটা।

BSNL ১৮৭ টাকার প্ল্যান

BSNL কোম্পানির সবথেকে সাশ্রয়ী রিচার্জ প্ল্যান হলো ১৮৭ টাকার রিচার্জ প্ল্যান। এই রিচার্জ প্লানে আপনি প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন এবং আপনি ২৮ দিনের বৈধতা পেয়ে যাবেন একই সাথে। এটা হতে চলেছে একেবারে হাই স্পিড ৪জি ইন্টারনেট। এই প্লানে আপনি কথোপকথনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পেয়ে যাবেন। এতে আপনি প্রতিদিন ১০০ টি করে এসএমএস পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনি সমস্ত PRBT সুবিধা একই সাথে পেয়ে যাবেন। তবে যদি আপনার প্রতিদিনের ডেটাোটা শেষ হয়ে যায় তাহলে আপনি ৪০ kbps-এ ইন্টারনেট ব্যবহার করতে পারবেন

BSNL ১৮৬ টাকার প্ল্যান

বিএসএনএল কোম্পানির এই প্ল্যানে আপনি পেয়ে যাবেন ২৮ দিনের বৈধতা। তবে এখানে আপনি কিন্তু প্রতিদিন ১ জিবি করে ইন্টারনেট পেয়ে যাবেন। প্রতিদিন আপনাকে হাই স্পিড ৪জি ইন্টারনেট দেওয়া হবে এই প্ল্যানে। এছাড়াও আপনি প্রতিদিন ১০০ টি করে এসএমএস পেয়ে যাবেন এবং যে কোন নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানিতে ফোন করার জন্য বিনামূল্যে কল সার্ভিস পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি গেমিং করতে পছন্দ করেন তাহলে আপনি হার্ডি গেমস পরিষেবা পেয়ে যাবেন। এছাড়াও বিএসএনএল টিউনস আপনি ব্যবহার করতে পারবেন একেবারে বিনামূল্যে। আপনার যদি প্রতিদিনের ইন্টারনেট কোটা শেষ হয়ে যায় তাহলে আপনি ৪০ কেবিপিএস গতিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যেকোনো ধরনের ওয়েবসাইট অ্যাক্সেস আপনি করতে পারবেন।

Related Articles

Back to top button