রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি যতই বাজার কাঁপাক না কেন, বিএসএনএল (BSNL) এর চাহিদা এখনও রয়েছে গ্রাহকদের মধ্যে। গ্রাহকদের জন্য প্রায়ই কম দামের বিভিন্ন রিচার্জ প্ল্যান নিয়ে আসে এই সংস্থা। যারা কম দামের রিচার্জেও ভালো পরিষেবা পেতে চান তারা চোখ বুজে নির্ভর করতে পারেন বিএসএনএল এর উপরে। এবার ফের গ্রাহকদের জন্য এক দারুণ লাভজনক রিচার্জ প্ল্যান নিয়ে এল এই সংস্থা।
এই রিচার্জ প্ল্যানটি মাত্র ৫৪ টাকার। এই প্ল্যানে ২ জিবি ইন্টারনেটের সঙ্গে সঙ্গে পাওয়া যায় আরও একাধিক সুবিধা। ৩০ দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যানে থাকছে আনলিমিটেড কলিং এর সঙ্গে ডেটার সুবিধা। বিএসএনএল এর সবথেকে লাভজনক প্ল্যানটি হল ১৯৯ টাকার। এই রিচার্জ প্ল্যানে মাত্র ১৯৯ টাকা খরচ করেই এক মাসের জন্য আনলিমিটেড কলিং এর সুবিধা ছাড়াও পেয়ে যাবেন আরো অনেক লাভ।
শুধু বিএসএনএল নয়, এয়ারটেল এর তরফেও নিয়ে আসা হয়েছে ১৯৯ টাকার এক লাভজনক অফার। এই রিচার্জ প্ল্যানে ১৯৯ টাকা খরচ করলেই পাওয়া যাবে দৈনিক ১.৫ জিবি ডেটা। পাশাপাশি ৩০ দিনের জন্য আনলিমিটেড কলিং এর সুবিধা ছাড়াও বিনামূল্যে পাওয়া যাবে একগুচ্ছ সুবিধা।
ডিজিটালাইজেশন এর সঙ্গে সঙ্গে অন্য সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিয়ে ধামাকাদার সব রিচার্জ প্ল্যান নিয়ে আসছে বিএসএনএল। এই বাজারে ৭০ টাকারও কমে দুটি ধামাকা রিচার্জ প্ল্যান রয়েছে বিএসএনএল এর। ডেটার অধিক প্রয়োজন পড়লে কম দামে এই রিচার্জ প্ল্যান গুলি গ্রাহকদের মন জয় করবেই। এই দুটি প্ল্যানেই দৈনন্দিন ডেটার সুবিধা পাবেন গ্রাহকরা। রিচার্জ প্ল্যানের দৈনন্দিন নির্দিষ্ট ডেটা শেষ হয়ে গেলে এই ডেটা ভাউচার প্ল্যান গুলি ব্যবহার করা যাবে। ৫৮ টাকার প্ল্যানটিতে ৭ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এতে দৈনন্দিন ২ জিবি করে ডেটা অর্থাৎ ৭ দিনে মোট ১৪ জিবি ডেটা পাবেন গ্রাহকরা। ৫৯ টাকার ডেটা ভাউচার প্ল্যানের ভ্যালিডিটিও ৭ দিনের। এই প্ল্যানে দৈনন্দিন ১ জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ মোট ডেটা পাওয়া যাবে ৭ জিবি।














