BSNL-এ আসছে বিশেষ পরিষেবা, জানুন বিস্তারিত

জানুয়ারি মাসে ভারত সঞ্চার নিগম লিমিটেড ভারতে এয়ার ফিবার পরিষেবা লঞ্চ করেছিল। গিগা ফাইবারকে টেক্কা দিতে বিএসএনএল সার্কেলে এয়ারফাইবার পরিষেবার প্ল্যান করেছে। ভারতী ফাইবার নিয়ে এসে বাড়ির নিকটবর্তী কেবল অপারেটরের…

Avatar

জানুয়ারি মাসে ভারত সঞ্চার নিগম লিমিটেড ভারতে এয়ার ফিবার পরিষেবা লঞ্চ করেছিল। গিগা ফাইবারকে টেক্কা দিতে বিএসএনএল সার্কেলে এয়ারফাইবার পরিষেবার প্ল্যান করেছে। ভারতী ফাইবার নিয়ে এসে বাড়ির নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে যুক্ত হয়েছিল বিএসএনএল, যার ফলে ঘরে ঘরে সহজেই বিএসএনএলের দ্রুততম ইন্টারনেট পরিষেবা ‘ফাইবার টু দ্যা হোম (FTTH)’ সঙ্গে কলিং সুবিধা পাওয়া যাবে।

এই পরিষেবা ই Bharat Air Fibre মূলত দেশের গ্রামিন এলাকাকে টার্গেট করে আর এর মাধ্যমে গ্রামে রেডিও বেসের মাধ্যমে কানেকশান করা যাবে। ভারতী ফাইবার পরিষেবা ওয়ার্ড FTTH আর এটি একটি ওয়ারলেস প্রযুক্তি। BSNL পরিষেবা লঞ্চ করার জন্য দক্ষিণ এশিয়ার কন্টেন্ট প্রােভাইডিং প্ল্যাটফর্ম Yupp TV র সঙ্গে চুক্তি করেছে গত মাসে। এরই পাশাপাশি জানানাে হয়েছে যে BSNL ভারতী ফাইবারের সঙ্গে কোম্পানি ত্রিপেল প্লে পরিষেবাও অফার করেছে। যেসব সার্কেলে এয়ারফাইবার পরিষেবার প্ল্যান করেছে সেগুলি হল বিহার , তামিলনাড়ু , কর্নাটক, হরিয়ানা আর তেলেঙ্গানা সার্কেলে।

আরও পড়ুন : BSNL এর দারুন প্ল্যান, ১০০ টাকার কমে প্রতিদিন মিলবে ১০ GB ডেটা ব্যবহারের সুযোগ

এয়ারফাইবার পরিষেবার প্ল্যান খুব তাড়াতাড়ি তারা অন্য সার্কেলে আনবে বিএসএনএল। কয়েকমাস আগে BSNL 999 টাকা দামের প্রিপেড রিচার্জ প্ল্যান এনেছিল। তবে এবার ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত কোম্পানি তাদের এই প্ল্যানটিতে একটি স্পেশাল অফার দিয়েছে, 999 টাকার BSNL প্ল্যানে এবার আরও বেশি বৈধতা পাওয়া যাচ্ছে ।