টেলিকম দুনিয়ায় নিজেদের শীর্ষে রাখার প্রতিনিয়ত চেষ্টা করে কোম্পানিগুলি। তবে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর একাধিক সমস্যার সম্মুখীন হয় সংস্থাগুলি। এদের মধ্যে জিও নিরাপদ জায়গায় থাকলেও বাকিদের ভবিষ্যৎ সংকট দেখা দেয়। এই পরিস্থিতি থেকে বাঁচতে বিএসএনএল এর তরফ থেকে গ্রাহকদের জন্য আনা হয়েছে একটি নতুন প্রিপেইড প্ল্যান।
১,১৮৮ টাকায় ৩০০ দিনের সুবিধাসহ এই প্ল্যানটি কেবলমাত্র ২১ জানুয়ারি ২০২০ পর্যন্তের জন্য চালু হলেও পরবর্তীকালে তা বাড়িয়ে মার্চ মাস পর্যন্ত করা হয়। যদিও আগে এই প্ল্যান আনা হয়েছিল ৩৬৫ দিনের জন্য কিন্তু সংস্করণের পর ৬৫ দিন কমিয়ে ৩০০ দিনের জন্য করা হয়। চেন্নাই এবং তামিলনাড়ু সার্কেলের জন্য আনা হয়েছিল এই সুবিধা তাই এই নতুন অফারের বিস্তারিত তথ্য তামিলনাড়ু ওয়েবসাইট থেকে পাওয়া যাবে বলে জানা গেছে। এই প্ল্যানের সুবিধা গুলি হল প্রতিদিন ২৫০ মিনিট কল, ৫ জিবি ডেটা এবং ১২০০ টি এসএমএস।
আরও পড়ুন : কম খরচে রিচার্জ করুন, দেখে নিন Airtel এর চারটি দুর্দান্ত প্ল্যান
এর আগেও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অতিরিক্ত ৭১ দিনের সুবিধা সহ বিএসএনএল ১৯৯৯ টাকার একটি প্ল্যান এনেছিল। যেটির সুবিধা ২৬ শে জানুয়ারী থেকে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত পাওয়া যাবে।