টেক বার্তা

BSNL ধামাকাদার প্ল্যান, এবার ১০৭ টাকায় চলবে ৩৫ দিন, মিলবে ফ্রি ইন্টারনেট ও ভয়েস কলের সুবিধা

১০৭ টাকার রিচার্জে ৩ জিবি ইন্টারনেট ডাটা পাবেন গ্রাহকরা

Advertisement

আজকাল এই 5G পরিষেবা শুরু হওয়ার পর থেকে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম ব্র্যান্ডগুলি তাদের প্ল্যানের মূল্য অত্যাধিক পরিমাণে বৃদ্ধি করেছে। তবে সরকারি টেলিকম কোম্পানিগুলি এখনও সাধারণ মানুষের কথা ভেবে বাজেট মূল্যে মোবাইল প্ল্যান আনছে। সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL এর একটি ১০৭ টাকার রিচার্জ প্ল্যান রয়েছে, যার বৈধতা মাত্র ১ মাসের জন্য নয়। এতে আপনি সুবিধা পাবেন পুরো ৩৫ দিনের জন্য। এই প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের জন্য সবচেয়ে ভাল যাদের একই মোবাইলে ২ টি সিম রয়েছে এবং শুধুমাত্র দ্বিতীয় সিমটি সক্রিয় রাখতে সবচেয়ে সস্তা এবং দীর্ঘতম মেয়াদের প্ল্যানটি প্রয়োজন। আজকের এই প্রতিবেদনে BSNL এর ধামাকাদার প্ল্যান সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।

BSNL এর অন্যতম সস্তা প্ল্যান হলো এই ১০৭ টাকার রিচার্জ প্ল্যান। এটি একবার রিচার্জ করলে ৩৫ দিন অব্দি বৈধ থাকবে। এতে গ্রাহকরা পাবেন ৩ জিবি ইন্টারনেট ডাটা। তবে ডেটা সীমা শেষ হয়ে যাওয়ার পরও আপনি ৪০ kbps স্পিডে ইন্টারনেট চালাতে পারবেন। ইন্টারনেট ডাটার পাশাপাশি এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ২০০ মিনিট ফ্রি ভয়েস কল পাবেন। এছাড়াও এই রিচার্জে বিএসএনএল টিউনস পরিষেবা ৩৫ দিনের জন্য উপলব্ধ থাকবে।

বিএসএনএলের এই নতুন প্ল্যান তাদের জন্য উপযোগী যাদের সেকেন্ডারি নাম্বার চালাতে হবে। এই নম্বরের বৈধতা রাখার জন্য অন্যান্য কোম্পানিতে অপেক্ষা থেকে অনেক বেশি মূল্যের রিচার্জ করতে হয়। তবে বিএসএনএলের এই রিচার্জ প্যাকে একদিকে খরচ যেমন কম হবে তেমন অন্যদিকে পাওয়া যাবে বেশি দিনের প্রয়োজন। তাই সেকেন্ডারি সিম হিসাবে BSNL রাখলে মাত্র ১০৭ টাকা খরচ করে ৩৫ দিনের জন্য বৈধতা পেয়ে যাবেন গ্রাহকরা।

Related Articles

Back to top button