Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ২২ টাকায় BSNL-এর রিচার্জ প্ল্যান, চলবে পুরো তিন মাস

Updated :  Wednesday, November 1, 2023 12:21 PM
BSNL

আপনিও কি কেবল মাত্র সিম সচল রাখার পরিকল্পনা খুঁজছেন? তাহলে বিএসএনএল-এর প্ল্যান আপনার কাজে আসতে পারে। আপনি যদি বিএসএনএল গ্রাহক হন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। এখানে আমরা আপনাকে বিএসএনএলের এমন একটি প্ল্যান সম্পর্কে বলছি যেখানে সিমটি মাত্র ২২ টাকায় পুরো ৯০ দিনের জন্য রিচার্জ করা যাবে। সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড তাদের ২২ টাকার প্ল্যানে বৈধতা সহ অনেক সুবিধা দিচ্ছে।

বিএসএনএল-এর ২২ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন। অর্থাৎ আপনার সিম ৩ মাস সক্রিয় থাকবে। বিএসএনএল-এর এই প্ল্যান সাধারণ মানুষের পকেটের জন্য খুব ভালো। আপনি যদি কম বাজেটে দীর্ঘ মেয়াদের প্ল্যানের খোঁজে থাকেন তাহলে এই প্ল্যানটি আপনার জন্য সেরা প্রমাণিত হতে পারে। এছাড়াও যে গ্রাহকরা সর্বনিম্ন মূল্যে তাদের সিম সক্রিয় রাখতে চান, এই পরিকল্পনাটি তাদের জন্য সেরা।

 

বাইশ টাকার এই প্ল্যানে আপনি প্রতি মিনিটে ৩০ পয়সায় লোকাল এবং এসটিডি ভয়েস কলিং পরিষেবা পাবেন। এর পাশাপাশি ফ্রি ভয়েস কলিং এবং ডেটার সুবিধাও পাবেন না। এজন্য আলাদাভাবে রিচার্জ করতে হবে। বর্তমান সময়ে সিম সক্রিয় রাখার জন্য এটি সবচেয়ে সস্তা এবং সাশ্রয়ী মূল্যের পরিকল্পনা। এই প্ল্যানের মাধ্যমে আপনি ব্যয়বহুল রিচার্জ থেকে মুক্তি পাবেন। একই সঙ্গে কম ব্যবহারের সিম সচল রাখতে আপনাকে প্রতি মাসে বেশি টাকাও খরচ করতে হবে না।