Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নতুন বছরে মাত্র ৬৫ হাজারে পেয়ে যাবেন Alto 800, অফার মিস করলে পস্তাতে হবে

Updated :  Monday, December 25, 2023 7:21 PM
Maruti Alto K10

ভারতের চারচাকা প্রস্তুতকারী কোম্পানিগুলির মধ্যে বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে মারুতি সুজুকি। তাদের প্রত্যেক মাসে সেলের রেকর্ড দেখলে, আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। কিন্তু আপনি কি জানেন কেন এই কোম্পানি ভারতীয় গ্রাহকদের কাছে এতটা পছন্দের? আপনাদের জানাই যে এই মারুতি সুজুকি কোম্পানি ভারতীয় গ্রাহকদের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আনছে। তবে বাজেট মুল্যের গাড়ি এবং সেই সাথে ভালো মাইলেজ এই দুই কথা উচ্চারণ করলেই মার্কেটে একটি গাড়ি রয়েছে যা সকলের প্রিয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন মারুতি সুজুকির কোন গাড়ির কথা বলা হচ্ছে?

টপনচ পারফরমেন্স এবং সেই সাথে ব্যাপক মাইলেজ এই দুই কম্বিনেশন একমাত্র পাওয়া যায় মারুতি সুজুকি Alto 800 গাড়িতে। এই গাড়ির দাম সাধ্যের মধ্যে থাকলেও যেকোনো জায়গায় এই গাড়ি খুব সহজেই চলে যেতে পারে। বিশাল মাইলেজ এর জন্য অনেকেই এই গাড়ি পছন্দ করেন। এই অল্টো ৮০০ গাড়ির সিএনজি ভেরিয়েন্ট অনেকবার সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা জিতে নিয়েছে। আপনি যদি শোরুম থেকে এই গাড়িটি কেনার পরিকল্পনা করছেন, তাহলে আপনাকে ৫.১৪ লাখ টাকা খরচ করতে হবে। তবে আপনি যদি এত খরচ করতে না পারেন তাহলে চিন্তা করবেন না। এখন অনেক ওয়েবসাইট আছে যা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করছে।

আপনিও Maruti Alto 800 ভেরিয়েন্ট কিনতে পারেন এবং খুব কম দামে বাড়িতে আনতে পারেন। গাড়িটির ২০০৯ মডেলটি OLX-এ তালিকাভুক্ত। এই গাড়িটি দিল্লিতে রেজিস্টার করা আছে। আপনি সহজেই মাত্র ৬৫ হাজার টাকা খরচ করে এই গাড়িটি বাড়িতে নিয়ে আসতে পারেন। তবে এই গাড়িতে কোনো ফিন্যান্স প্ল্যান পাবেন না। আপনি যদি এই গাড়িটি কিনতে একটু দেরি করেন, তবে সুযোগটি হাতছাড়া হয়ে যেতে পারে।