Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র ৩০০০০ টাকা দিয়ে কিনে নিন Honda কোম্পানির এই দুর্দান্ত বাইক, জেনে নিন পুরো প্ল্যানের ব্যাপারে

Updated :  Monday, June 5, 2023 12:35 PM

আজকাল বাইকের বাজারে নতুন বাইকের মত পুরনো বাইকও ব্যাপকভাবে বিক্রি হতে শুরু করেছে। এটা অনেক সময় দেখা গেছে যে নতুন বাইকের দাম অনেক বেশি হবার কারণে অনেকে পুরনো বাইক কিনে থাকেন। অনেক সময় একাধিক অনলাইন ওয়েবসাইটে এই ধরনের পুরনো বাইক পাওয়া যায়। শুধুমাত্র যাচাইকৃত বিক্রেতাদের মাধ্যমে এই কেনাবেচা করা হয় এই ধরনের ওয়েবসাইটে। ফলে ব্যবহৃত বাইক কেনার সময় মানুষের মধ্যে একটা আস্থা থাকে এই ওয়েবসাইট নিয়ে। আপনিও যদি এরকম কম বাজেটে একটি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার কথা ভাবেন তাহলে এই প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্যই। আপনাদের আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেবো, আপনি কিভাবে সস্তা দামে হোন্ডা শাইন বাইকটি কিনে ফেলতে পারবেন। এই কোম্পানির বাইকের অনেক পুরনো মডেল খুব কম দামে বিক্রির জন্য ওএলএক্স ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। এই প্রতিবেদনে আপনি এই সম্পর্কিত সমস্ত তথ্য সম্পূর্ণ বিশদে জানতে পারবেন।

আপনাদের জানিয়ে রাখি ওএলএক্স ওয়েবসাইটের প্রথম ডিলে, আপনি এই হোন্ডা শাইন বাইকটি মাত্র ২৮ হাজার টাকায় কিনতে পারবেন। এই বাইকের ২০১৮ সালের মডেলটি এই মুহূর্তে এখানে বিক্রি করা হচ্ছে। এই বাইকের প্রথম মালিক এটিকে ৫৯ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত চালিয়েছেন। এছাড়াও এই বাইকটির ভালোভাবে রক্ষণা বেক্ষন করেছেন তিনি। আপনি এই বাইকটি দিল্লি থেকে কিনতে পারেন।

দ্বিতীয় ডিলে, Honda Shine বাইকটি মাত্র ৩৫,৯৯৯ টাকায় কিনতে পারছেন। এই বাইকের ২০১৮ সালের মডেলটি এখানে বিক্রি করা হচ্ছে। এর মালিক এটিকে ৫২,৪৬১ কিলোমিটার পর্যন্ত চালিয়েছেন। এই বাইকটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং আপনি এটি এমজিরোড, গুড়গাঁও, হরিয়ানা থেকে কিনতে পারেন।

Olx ওয়েবসাইটে পাওয়া তৃতীয় ডিলে আপনি হোন্ডা সাইন বাইকটি ৫১,০০০ টাকা দামে পেয়ে যাবেন। এই বাইকের ২০১৯ সালের মডেল এখানে বিক্রি করা হচ্ছে। এই বাইকের মালিক এটিকে ৪৮,৭৪৬ কিলোমিটার পর্যন্ত চালিয়েছেন এবং ভালোভাবে রক্ষণাবেক্ষণ করেছেন। এই বাইকটি দিল্লিতে রেজিস্টার করা রয়েছে।