টেক বার্তা

Bike News: মাত্র ২৭ হাজার টাকায় কিনে নিন Yahama কোম্পানির এই নতুন স্পোর্টস বাইক, ফিচার দেখলে চমকে যাবেন

এই নতুন বাইকটি ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেছে

Advertisement

ভারতের অন্যতম জনপ্রিয় বাইক নির্মাতা কোম্পানি ইয়ামাহা সম্প্রতি লঞ্চ করে দিয়েছে অটোমোবাইল সেক্টরে তাদের নতুন প্রতিযোগী MT15। ভারতীয় অটোমোবাইল সেক্টরে এই বাইকটি হতে চলেছে একটি দুর্দান্ত বাইক। যাদের মূলত স্পোর্টস বাইক পছন্দ তারা এই বাইক কিনতে পারেন। এই বাইকে এমন দুর্দান্ত বৈশিষ্ট্য এবং দুর্দান্ত মাইলেজ অফার করা হচ্ছে যে, যারা স্পোর্টস বাইক কেনার কথা ভাবছেন তারা অবশ্যই এই বাইক কিনতে চাইবেন। তবে এই বাইকের দাম সাধারণ বাইকে তুলনায় অবশ্যই বেশি। তাই আপনার কাছে যদি এই মুহূর্তে এত টাকা না থাকে তাহলে আপনাদের জন্য একটা সাশ্রয়ী স্কিম নিয়ে হাজির হয়েছে ইয়ামাহা কোম্পানিটি। এই মুহূর্তে এটা সবথেকে সাশ্রয়ী মূল্যে আপনারা কিনতে পারবেন এই অফার ব্যবহার করে। চলুন তাহলে এই অফারের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক এবং দেখা যাক ইয়ামাহা কোম্পানির এই বাইকে কোন কোন ফিচার আপনারা পাচ্ছেন।

ইয়ামাহা MT15

এই বাইকটি হতে চলেছে একটি সেকেন্ড হ্যান্ড বাইক এবং এটা আপনি মাত্র ২৭ হাজার টাকাতে OLX ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবেন। এই বাইকে বেশ কিছু নতুন নতুন ফিচার রয়েছে যার কারণে অনেকেই এটা এখন কিনতে চাইছেন। এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি লিকুইড কুল ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি ১৯.৩ PS শক্তি এবং ১৪.৭ NM সর্বাধিক টর্ক জেনারেট করতে পারবে। বিভিন্ন আরপিএম এ আরো ভালো পাওয়ার জেনারেট করবে এই বাইক। এর পাশাপাশি এই বাইকে আপনারা পেয়ে যাবেন একটি ছয় স্পিড গিয়ার বক্স এবং তার সাথেই রয়েছে স্লিপার ক্লাচ। এই বৈশিষ্ট্যটি আপনার গিয়ার শিফটিং অভিজ্ঞতা আরো ভালো করবে। এই বাইকে আপনি পেয়ে যাবেন ৪১ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ।

অন্যান্য বৈশিষ্ট্য এবং অফার মূল্য

এই বাইকে কিন্তু আপনারা আরো বেশ কিছু বৈশিষ্ট্য পেয়ে যাবেন, যেগুলো এত কম দামে সহজে পাওয়া যায় না এমন কি সেকেন্ড হ্যান্ড বাইকেও। এই বাইকে আপনারা পাচ্ছেন এলইডি হেডলাইট এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়াও, এই বাইকে থাকছে ভেরিয়েবল ভাল্ভ একচুয়েশন, যার ফলে পাওয়ার ডেলিভারি আরো উন্নত হবে এই বাইকের। এই বাইকে ভালো পারফরমেন্সের জন্য রয়েছে ডেল্টা বক্স ফ্রেম। বা এই বাইকে নিরাপত্তার জন্য আপনারা পাচ্ছেন অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যা ব্রেকিংযের সময়ে খুব ভালো স্থিতিশীলতা প্রদান করে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং পিছনে রয়েছে একটি মনোশক সাসপেনশন। আপনাকে আরামদায়ক রাইডিং অনুভূতি দেবে এই নতুন বাইকটি। এই বাইকে খুব সহজে আপনি ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে পারবেন। এই বাইকটির এক্স শোরুম মূল্য হল ১ লক্ষ ৪৫ হাজার টাকা। তবে আপনারা olx ওয়েবসাইটে মাত্র ২৭ হাজার টাকায় এই বাইক কিনতে পারবেন। এটি দুবছরের পুরনো বাইক এবং এখনো পর্যন্ত ২২ হাজার কিলোমিটার চালানো হয়েছে এই বাইকটি।

Related Articles

Back to top button