মাত্র ১০ হাজার টাকা খরচ করেই কিনে ফেলুন Yamaha কোম্পানির এই জনপ্রিয় হাইব্রিড স্কুটার
ইয়ামাহা কোম্পানির এই হাইব্রিড স্কুটার আপনি একটি নূন্যতম ডাউন পেমেন্ট দিয়ে এবং প্রতি মাসে কিছু টাকা খরচ করে করে নিতে পারেন নিজের
অটোমোবাইল জগতের একের পর এক কোম্পানি এই মুহূর্তে লঞ্চ করতে শুরু করেছে বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইনের স্কুটি। এই সমস্ত স্কুটিতে যেমন আপনারা পেয়ে যাচ্ছেন দারুন মাইলেজ, তার সাথেই আপনাদের জন্য থাকছে অত্যাধুনিক বেশ কিছু ফিচার। তবে, এখন আপনারা অত্যন্ত কম বাজেটের মধ্যেও নিজের পছন্দসই স্কুটার নিয়ে যেতে পারেন বাড়িতে। এজন্য কিছু শর্ত নির্ধারিত থাকলেও, এই মুহূর্তে ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি স্কুটার হয়ে উঠেছে ইয়ামাহা কোম্পানির RayZR 125। এই বিশেষ স্কুটারটি একটি হাইব্রিড স্কুটার, যা আপনারা অত্যন্ত কম দামের মধ্যে এবং খুব সহজে কিনে নিতে পারবেন। এই স্কুটারের মাইলেজ এবং ডিজাইন অত্যন্ত দমদার। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি সস্তা দামের মধ্যে এই স্কুটার কিনতে পারবেন সেই ব্যাপারে।
ভারতের সবথেকে বড় অটোমোবাইল কোম্পানিগুলির মধ্যে একটি হলো ইয়ামাহা কোম্পানি এবং এই কোম্পানির RayZR 125 স্কুটারের হাইব্রিড ডিস্ক ভেরিয়েন্ট এই মুহূর্তে ৮৫,৩৩০ টাকায় দিল্লিতে বিক্রি হচ্ছে। তবে যদি আপনি এই স্কুটারের অন রোড প্রাইস জানতে চান তাহলে এই দাম ৯৮,৫১৭ টাকা। তবে যদি আপনি এই স্কুটার ক্রয় করেন তাহলে আপনাকে ৯৮ হাজার টাকার বেশি করতে হবে। কিন্তু একসাথে এত টাকা তো দেওয়া সম্ভব নয়। এইজন্যই এই কোম্পানি আপনার জন্য নিয়ে এসেছে একটি বিশেষ লোন এর সুবিধা। এই লোন গ্রহণ করে আপনারা খুব কম দামের মধ্যে এই স্কুটার বাড়িতে নিয়ে যেতে পারেন এবং করতে পারেন নিজের স্বপ্ন পূরণ।
ইয়ামাহা কোম্পানির এই হাইব্রিড স্কুটার কিনতে হলে আপনাকে খুব একটা বেশি খরচ করতে হবে না। যদি ফাইন্যান্স প্লানিং ব্যবহার করে আপনি এই স্কুটার কেনেন তাহলে ব্যাংক আপনাকে ৮৮,৫১৭ টাকার লোন প্রদান করবে। এই লোন অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি ১০,০০০ টাকার নূন্যতম ডাউন পেমেন্ট দেবেন। তারপরে প্রতিমাসে ২,৮৪৪ টাকার কিস্তি আপনাকে পরিশোধ করতে হবে। ব্যাংকের তরফ থেকে এই ঋণ পরিশোধ করার সর্বাধিক সময়সীমা নির্ধারিত হয়েছে ৩৬ মাস। এই সময়কালে ৯.৭ শতাংশ হারে বার্ষিক সুদ আপনি পেয়ে যাবেন।
ইঞ্জিন এবং ট্রান্সমিশনের কথা বলতে গেলে এই স্কুটারে আপনারা পাবেন ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন ৮.২ পিএস পাওয়ার এবং ১০.৩ নিউটন মিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। মাইলেজ এর দিক থেকে বলতে গেলে এই নতুন হাইব্রিড স্কুটার আপনাকে ৬৬ কিলোমিটার প্রতি লিটারের মাইলেজ দিয়ে থাকে এবং এই মাইলেজ ARAI দ্বারা প্রমাণিত।