চিটফান্ড মামলায় এইবার আরও একজনকে গ্রফতার করা হল বাংলায়। এইবার রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর(Goutam Kundu) স্ত্রী শুভ্রা কুণ্ডুকে(Suvra Kundu) গ্রেফতার করল সিবিআই। তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হচ্ছে বলে সূত্রের খবর। আগামীকাল শুভ্রাকে ভুবনেশ্বর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এর আগে সাউথ সিটি ফ্ল্যাটে তাকে জেরা করতে গিয়েছিল সিবিআই। কখনও ইডি কর্তাদেরও সেখানে দেখা গিয়েছে। ২০১৯ সালের মাঝে সময়ে একাধিকবার সাউথ সিটিতে হানা দিয়ে তাকে পাওয়া যায়নি। তবে ২০২০ সালের গোড়ায় একবার সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিয়েছিলেন শুভ্রা কুণ্ডু।
সিবিআই সূত্র হতে জানা গিয়েছ, গৌতম কুণ্ডু গ্রেফতার হওয়ার পরে কয়েকশো কোটি টাকা বিদেশে পাচার করার কাজ করেছিলেন তিনি। উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের সাথেও তার যোগাযোগ ছিল বলে অভিযোগ এসেছে। গত ১.৫ থেকে ২ বছর রোজভ্যালির গয়নার বিপণি অদ্রিজা জুয়েলারির বিভিন্ন স্টোরে সিবিআই এর দল হানা দিয়েছিল। সেখান থেকে উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণ নথি। তারপর শুভ্রাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।
ঠিক সেই সময় জানা গিয়েছিল যে অদ্রিজা জুয়েলারির বাগুইআটির স্টোরেই অন্তত ৭০০ কোটি টাকার বেহিসেব তথা গরমিল নজরে এসেছে। সবকটী স্টোর মিলিয়ে সেই অঙ্কটা বিপুল বলে অভিযোগ। রোজভ্যালি গ্রুপের অনেক কটি সংস্থার প্রধান ছিলেন শুভ্রা। টিভি চ্যানেলের বড়ও পদে ছিলেন তিনি। এর আগে ইডি হতে জানা গিয়েছিল যে, সেই টেলিভিশন চ্যানেলে প্রোগ্রামিং নিয়েও নাকি দুর্নীতি হয়েছিল। তাতে শুভ্রার যোগ ছিল বলেও উঠেছে অভিযোগ। এ ছাড়া মন্দার মণির রিসর্ট-এর দায়িত্ব ও ছিল শুভ্রার ওপরে।
কয়েক দিন আগেই রোজভ্যালি মামলায় জামিন পেয়েছেন শ্রীকান্ত মাহাতো। শ্রীকান্তের সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিলমসের সাথে চুক্তিতে রোজভ্যালির পক্ষে সই করেছিলেন শুভ্রা। এর আগে তার সাথে যোগাযোগ এবং নানা অভিযোগে কলকাতার প্রাক্তন পুলিশ কর্তা মনোজ কুমারকে গ্রেফতার করেছিল ইডি।