দু’মাস সুশান্তকে আটকে রাখা হয়েছে রিসোর্টে, সিবিআই তদন্তে উঠে আসছে বিস্ফোরক তথ্য

আজ ফের একবার অন্ধেরি ইস্ট এলাকার মারোলে অবস্থিত ওয়াটারস্টোন রিসোর্টে পৌছায় সিবিআই এর আধিকারিকরা। ওই রিসোর্টের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক চলছে। এখনো পর্যন্ত জানা গিয়েছে যে এই রিসোর্টেই দীর্ঘ সময়…

Avatar

আজ ফের একবার অন্ধেরি ইস্ট এলাকার মারোলে অবস্থিত ওয়াটারস্টোন রিসোর্টে পৌছায় সিবিআই এর আধিকারিকরা। ওই রিসোর্টের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক চলছে।

এখনো পর্যন্ত জানা গিয়েছে যে এই রিসোর্টেই দীর্ঘ সময় ধরে সুশান্তের ‘স্পিরিচুয়াল হিলিং’ অর্থাৎ আধ্যাত্মিক চিকিত্সা চালিয়েছেন রিয়া ও তাঁর পরিবার। সুশান্তের পরিবারের তরফে দু’মাস সুশান্তকে এই রিসোর্টে ‘আটক’ রাখবার অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, সুশান্তের প্রাক্তন ম্যানেজার এবং রিয়ার ম্যানেজার শ্রুতি মোদীকে এবং রিয়া ও সুশান্তের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআইয়ের আধিকারিকরা।

প্রয়োজনে ফের রিয়া ও তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে তলব করতে পারে সিবিআই ও ইডি।