Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bima Sakhi Yojana: বিমা সখী যোজনায় মহিলারা পেয়ে যাবেন ২১ হাজার টাকা, জেনে নিন এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত

Updated :  Wednesday, December 11, 2024 8:47 PM

গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন LIC বিমা সখী যোজনার ব্যাপারে। আর এবারে ৯ ডিসেম্বর সেইমতো হরিয়ানা থেকে এই যোজনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহিলাদের ক্ষমতায়ন এবং তাদেরকে আর্থিকভাবে শক্তিশালী করতেই এই উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই প্রকল্পে যোগদানকারী মহিলারা বিমা সখী নামে পরিচিত হবেন বলে জানা যাচ্ছে। এই বিমা সখীরা এলাকার মহিলাদের বীমা পেতে উৎসাহিত করবেন। এই পুরো প্রক্রিয়ার সময় তাদের সাহায্য করবেন তারা। এলআইসি অর্থাৎ জীবন বীমা কর্পোরেশন তাদের একটি বিশেষ ইন্সেন্টিভ দেবে বলে জানা যাচ্ছে।। চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের ব্যাপারে সম্পূর্ণ তথ্য।

বিমা সখী যোজনা কী ?

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার বীমা সখী যোজনা হল একটি বিশেষ প্রকল্প যা শুধুমাত্র মহিলাদের জন্য চালু করা হয়েছে। ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। এর জন্য নূন্যতম দশম শ্রেণী পাস হতে হবে। প্রথমে এই প্রকল্পে মহিলাদের তিন বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এই সময় তাদেরকে বীমা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তাদের জানানো হবে কেন বীমা করাটা দরকার। ভবিষ্যতে তারা যেন এই বিষয়টা নিয়ে আরো ভালোভাবে মানুষকে বোঝাতে পারেন, তার জন্য তাদেরকে পুরোপুরি ভাবে তৈরি করা হবে। পাশাপাশি তাদের আর্থিক ক্ষমতায়নের জন্য, মহিলাদের ইন্সেন্টিভ দেওয়া হবে এই প্রশিক্ষণের সময়। এছাড়াও এলআইসি এজেন্ট হিসেবে তারা নিয়োগ হতে পারেন। একইসঙ্গে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করা মহিলা রয়েছেন, তারা ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ শুরু করতে পারেন।

কবে টাকা পাবেন মহিলারা ?

আজ থেকে এই প্রকল্পে যোগদানকারী মহিলারা এই প্রকল্পে টাকা পেতে শুরু করবেন। প্রথম বছরে তারা প্রতিমাসে ৭,০০০ টাকা করে পাবেন। দ্বিতীয় বছরে প্রতিমাসে ৬,০০০ টাকা করে পাবেন তারা। অন্যদিকে তৃতীয় বছরে তারা পাবেন প্রতি মাসে ৫,০০০ টাকা করে। প্রশিক্ষণ চলাকালীন মহিলারা দুই লক্ষ টাকার বেশি পেয়ে যেতে চলেছেন। পাশাপাশি এই মহিলারা আলাদাভাবে বোনাস এবং কমিশন পাবেন। পরের বছর বিক্রি হওয়া পলিসির ৬৫ শতাংশ কার্যকর হলেই মহিলারা এই টাকা পেয়ে যাবেন।

এই স্কিমে আবেদন করবেন কীভাবে

১. বিমা সখী যোজনার জন্য আবেদন করতে মহিলাদের LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট https://licindia.in/test2 দেখতে হবে।

২. এর পর নীচে দেখানো ‘Click here for Bima Sakhi’-এ ক্লিক করুন।

৩. তারপরে একটি নতুন পৃষ্ঠা খুলবে যেখানে আপনাকে আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ঠিকানার মতো বিবরণ পূরণ করতে হবে।

৪. আপনি যদি কোনো এলআইসি এজেন্ট/ডেভেলপমেন্ট অফিসার/কর্মচারী/মেডিক্যাল এক্সামিনারের সঙ্গে যুক্ত হন, তাও বিবরণে লিখুন। এর পরে ক্যাপচা কোড লিখুন এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সাবমিট এ ক্লিক করুন।