বিনোদনহলিউড

ক্যান্সারে প্রয়াত ‘ব্ল্যাক প্যান্থার’ তারকা চাদউইক বোসম্যান

Advertisement

কোলন ক্যান্সারের সাথে লড়াই করছিলেন চাদউইক বোসম্যান (Chadwick Boseman). ইনি ব্ল্যাক প্যান্থার হিসাবেই বিখ্যাত। তবে এই খ্যাতি পাওয়ার আগে ব্ল্যাক আইকন জ্যাকি রবিনসন (Jackie Robinson) এবং জেমস ব্রাউন (James Brown) চরিত্রে অভিনয় করেছিলেন, এই বিখ্যাত তারকা ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার মারা যান।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩।

তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে এমনটাই জানা গেছে। বোসম্যান চার বছর আগে থেকেই কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বলে তাঁর পরিবার এক বিবৃতিতে জানা গেছে। বোসম্যান তাঁর শারীরিক পরিস্থিতির কথা কখনো প্রকাশ্যে কথা বলেননি। তবে তাঁর ট্যুইটার এক্যাউন্ট থেকে সদ্য পাওয়া খবর হল যে Chadwick Boseman is no more.

তাঁর পরিবার এক বিবৃতিতে জানান যে, “A true fighter, Chadwick persevered through it all, and brought you many of the films you have come to love so much,” যার অনেকটা এরকম শোনায় – “একজন সত্যিকারের যোদ্ধা, চাদউইক এ সব নিয়েই অধ্যবসায় রেখেছিলেন, এবং আপনি যে ছবিগুলিকে এতটা ভালোবাসতে পেরেছেন তা নিয়ে এসেছেন।”

Related Articles

Back to top button