Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সাহসী দৃশে অভিনয় করেছেন অভিনেত্রী আলিয়া নাজ, ওটিটি প্ল্যাটফর্মের ঝর তুলছে এই ওয়েব সিরিজ

Updated :  Saturday, January 6, 2024 2:32 PM

আজকালকার দিনের বিনোদনের স্বাদ অনেকটাই বদলে গিয়েছে। বিশেষ করে করোনা মহামারির পর থেকে প্রত্যাগত টিভি বা রেডিওর বিনোদন ছেড়ে সকলেই ঝুঁকেছে মুঠোফোনের দিকে। গজিয়ে উঠেছে নানা ওটিটি অ্যাপ। আজকাল তো এইসব অ্যাপ পিছনে ফেলে দিয়েছে বলিউডকে। এই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ। তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয় কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ যা দেখে রাতের ঘুম উড়বে আপনার। এই সমস্ত ওয়েব সিরিজের রস চেটেপুটে খায় দর্শকরা। ঘরের দরজা বন্ধ করে এই সমস্ত ওয়েব সিরিজের কামুক মাদকতায় হারিয়ে যেতে চান সকলেই।

এই ডিজিটাল মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বেশ কিছু অ্যাডাল্ট ওয়েব সিরিজ। উল্লু, প্রাইম শট, কোকু ইত্যাদি জায়গায় প্রায় প্রতিদিন কোনো না কোনো ওয়েব সিরিজ রিলিজ করে। যৌনতায় ভরা ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা কিন্তু কম নয়। প্রত্যেকটি ওয়েব সিরিজ প্রায় লাখ লাখ মানুষ দেখে থাকেন। এই সমস্ত ওয়েব সিরিজের হট সিন দেখে এই ঠান্ডায় ঘাম দিতে পারে আপনার। কি এই ওয়েবসিরিজ?

আজকের এই প্রতিবেদনে যেই ওয়েব সিরিজের কথা বলা হয়েছে তার নাম ‘চাহাত‘। ২৭ নভেম্বর Ullu Orginals এ এই ওয়েব সিরিজ রিলিজ করেছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া নাজ। আর তার মানেই এতে রয়েছে রগরগে যৌনতার কাহিনী। এই ওয়েব সিরিজ আপনি ভুল করেও পরিবারের সামনে দেখবেন না। ওয়েব সিরিজের গল্প এক স্বামী স্ত্রী ও কাজের মেয়েকে নিয়ে আবর্তিত হয়। স্বামী যদি তার স্ত্রীকে পুরোপুরি সন্তুষ্ট করতে না পারে, তাহলে তার স্ত্রী অন্য কারো সাথে প্রেম শুরু করে। আবার কাজের মেয়ের সাথেও সম্পর্ক হয় স্বামীর। এই জটিল সম্পর্কের সমীকরণ কি ফাঁস হবে না আসবে অন্য কোনো টুইস্ট? জানতে Ullu অ্যাপে দেখতে হবে এই ওয়েব সিরিজটি।