আগামী কয়েক দিনের মধ্যেই আবারো বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। পুজো চলে গেলেও, এখনই বৃষ্টির সম্ভাবনা কাটছেনা দক্ষিণবঙ্গের জন্য। এই মুর্হুতে যা পরিস্থিতি, তাতে আগামী কয়েক দিন আরো ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তবে আগামী ১৭ তারিখের পরে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হলেও হতে পারে। তবে আগামী ৩-৪ দিন বিশেষ কিছু পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তবে উত্তরবঙ্গের জন্য পরিস্থিতি আরো ভয়ানক হয়ে উঠছে প্রতিদিন। প্রায় রোজই বৃষ্টির পরিমাণ বাড়ছে। প্রতিটি নদী এই মুহূর্তে বিপদসীমার উপর থেকে বইছে। এছাড়াও আগামী ২-৩ দিন উত্তরবঙ্গের একেবারে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার কলকাতায় হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দিনের কিছু নির্দিষ্ট সময়ে তাপমাত্রা বৃদ্ধির জন্য বাড়তি অস্বস্তির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার শহর কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। রাত্রের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
বাতাসে সর্বাধিক আদ্রতা পরিমাণ ৯৫ শতাংশ। কলকাতায় বৃষ্টি হয়েছে ৭.৮ মিমি। সর্বাধিক বৃষ্টি হয়েছে বেলগাছিয়া এলাকায়। তবে পাহাড়ের পরিস্থিতি এখনো বেশ উদ্বেগজনক।