Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আর কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলায়, সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর

Updated :  Friday, July 29, 2022 11:59 AM

রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সঙ্গেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সপ্তাহে শেষের দিকে নতুন করে বৃষ্টি বাড়বে রাজ্যে। আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম হলেও তারপরে সারা রাজ্যেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রাজ্যের প্রত্যেকটি জেলায়। এই মুহূর্তে শহরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করছে।

শুক্রবার সকালে কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতা শহরে বৃষ্টিপাতের পরিমাণ ৫.৭ মিলিমিটার।

অন্যদিকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে পারে রবিবার। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, খুব শীঘ্রই দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তরবঙ্গ লাগোয়া বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায়। এছাড়াও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলার কিছু জায়গাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কলকাতায় রবিবার আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। মেঘলা আকাশ থাকবে এবং তার সঙ্গেই থাকবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সোমবারের আবহাওয়া একই রকম থাকতে চলেছে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি না হলে অস্বস্তি বেশ কিছুটা বাড়বে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের দিকে জেলা মালদহ এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনি এবং রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে। আগামী ২৪ ঘন্টায় বিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি ঝাড়খন্ড এবং সংলগ্ন এলাকায় শনিবার ভারী বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী কয়েক দিন জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখান্ড, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লী, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, করাইকাল, পুদুচেরিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।