Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এই জেলাগুলিতে, ধসের সম্ভাবনা নিয়ে চিন্তিত আলিপুর আবহাওয়া দপ্তর

Updated :  Sunday, August 22, 2021 5:56 PM

বাংলায় লাগাতার বেশ কিছুদিনের বৃষ্টির পরে কিছুটা হলেও স্বস্তিতে আছে বাংলার মানুষ। ভ্যাপসা গরম কেটে যাওয়ার ফলে কিছুটা হলেও শান্তিতে আছে বাংলা। কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার এবং সোমবার আবারো ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বেশ কিছু জায়গায়। উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

সাথেই উত্তরের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই জেলা গুলি হলো কালিম্পং, কোচবিহার, এবং আলিপুরদুয়ার। তবে এই বৃষ্টি সম্পূর্ণরূপেই সাময়িক। এর ফলে তাপমাত্রার কোনো হেরফের হবেনা। বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ধ্বস নেমেছে বলেও সূত্রের খবর। লাগাতার বেশ কিছুদিন ধরেই হয়েছে বৃষ্টি। ফলে পাহাড়ি এলাকায় ধস নামার ফলে রীতিমতো সমস্যায় আছেন সাধারণ মানুষ। ফলে এদিকে আলাদা করেই নজর দিয়েছে জেলা প্রশাসন।

ধ্বস নামার ফলে যেনো যত তাড়াতাড়ি সম্ভব এলাকা পরিষ্কার করে দেওয়া যায় সেই নিয়েই চিন্তায় আছে সকলে। এই জন্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে কথাও বলা হয়েছে। তবে শুধুমাত্র উত্তরবঙ্গ না, দক্ষিণের বেশ কিছু জেলাতেও আছে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তবে খুব একটা ভারী বৃষ্টি হবেনা। তবে মঙ্গলবার দক্ষিণের বীরভূম এবং মুর্শিদাবাদের কিছু এলাকায় কয়েক পশলা বৃষ্টি হতেই পারে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় বৃষ্টির সম্ভাবনা আছে।

কিন্তু কলকাতায় বৃষ্টি হবেনা বলেই চলে। আবহাওয়া দপ্তরের কথায়, এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কয়েক জায়গায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা পরিবর্তিত হবে। ফলে তেমনভাবে এই বৃষ্টির প্রভাব বাংলার কোনো অঞ্চলের আবহাওয়ায় না হওয়ার সম্ভাবনা প্রবল।