নিউজরাজ্য

পুজোতে কি হবে বৃষ্টি? কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর

ফের নিম্নচাপের ভ্রুকুটি, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর?

Advertisement

পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই তৈরি হয়েছে গভীর ঘূর্ণাবর্ত যা ২০ তারিখ কিছুটা পশ্চিমে গিয়ে নিম্নচাপ তৈরি করতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে উড়িষ্যায় বেশ ভাল রকম বৃষ্টি হবে এবং তার কিছুটা প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উপরে। এর ফলে ২০ এবং ২১ তারিখ নাগাদ উপকূলবর্তী জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এ কিছুটা বেশি বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।

তবে পুজোর আগের সপ্তাহে মোটামুটি দক্ষিণবঙ্গের বাকি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় আপাতত কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে পূজোতে বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি না হলেও সারাদিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। ফলে এবছরের পুজোটা কিছুটা হলেও মাটি হতে পারে বলে ধারণা করছেন অনেকে।

অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত ৩ থেকে ৪ দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একেবারে উত্তরের বেশ কয়েকটি জেলাতে প্রায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর। ২২ তারিখ থেকে উত্তরবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টি একটু বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া এই মুহূর্তে বেশ বৃষ্টি বিঘ্নিত বলেই মনে করছেন অনেকে।

Related Articles

Back to top button