নিউজপলিটিক্সরাজ্য

“নিজের বুথে দলীয় সৈনিক হিসেবে কাজ করুন”, নির্বাচনের আগে পরামর্শ চন্দ্রিমা ভট্টাচার্যের

গত শুক্রবার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে জেলা মহিলা তৃণমূল কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

Advertisement

আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে শাসকদল তাদের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। কিন্তু এর মাঝেই শাসকদল শিবিরের দলবদলের খেলা নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূলের অস্বস্তির পূর্ণ ফায়দা তুলছে বিরোধীপক্ষ বিজেপি। দিনে দিনে বাড়ছে তৃণমূল বেসুরো দের সংখ্যা। ক্রমশ জনসাধারণের সামনে প্রকাশ্যে আসে তৃণমূল গোষ্ঠী কোন্দল। এবার তা নিয়ন্ত্রণে আনার জন্য নির্দেশ দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং নিজের বুথে একজন দলীয় সৈনিক হিসেবে কাজ করার পরামর্শ দিলেন সবাইকে।

গত শুক্রবার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে জেলা মহিলা তৃণমূল কর্মী সম্মেলনে যোগ দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে করা বার্তা দিয়ে বলেছেন, “যে যত বড় নেত্রী হোন না কেন নিজের বুথে সেনানী হিসেবে কাজ করুন।” সেই সাথে তিনি উপস্থিত মহিলা তৃণমূল সংগঠনের কর্মীদের চাঙ্গা করতে বলেছেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। বাংলার মহিলারা এই সরকারকে তৃতীয় বার ক্ষমতায় আনবে।”

এছাড়াও তিনি এদিন দলবদল এর খেলা সম্বন্ধে কিছু মন্তব্য করেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে বলেছেন, “এটা গণতান্ত্রিক দেশ। যার যে কোনো রাজনৈতিক দল করার অধিকারও আছে। তিনি সেটা করতে পারেন বা ছেড়ে চলে যেতে পারেন। সেটা তার ব্যাপার।” কিন্তু সাথে সাথেই তিনি বলেছেন, “বিজেপি যেমন ভাবছে কয়েকজন সাংসদ চলে গেলে তৃণমূলের ক্ষতি হয়ে যাবে তেমন কিছু নয়। ওরা প্রলাপ বকছে। আমাদের দলবদল নিয়ে কোন মাথাব্যাথা নেই। আর মাথাব্যাথা নেই মানুষদেরও। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তারা আবারও রাজ্য তৃণমূল শাসন প্রতিষ্ঠা করবেন।”

Related Articles

Back to top button