টেক বার্তা

এটি দেশের সবচেয়ে সস্তা সেডান, দাম ৬ লাখের কম, চলবে পেট্রোলের সাথে সিএনজিতেও

অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব উন্নতি করেছে টাটা মোটরস

Advertisement

ভারতীয় বাজারে আজকাল একাধিক কোম্পানি দুর্দান্ত সব গাড়ি লঞ্চ করছে। সবচেয়ে বেশি বিক্রির পরিসংখ্যান দেখলে এগিয়ে রয়েছে মারুতি সুজুকি ব্র্যান্ড। তবে দেশীয় কোম্পানি হিসেবে সম্প্রতি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অভূতপূর্ব উন্নতি করেছে টাটা মোটরস। এই কোম্পানির একাধিক গাড়ি আজকাল যুব সমাজের প্রথম পছন্দ। হ্যাচব্যাক থেকে শুরু করে এসইউভি বিভিন্ন সেগমেন্টে এই কোম্পানি সাধ্যের মধ্যে গাড়ি লঞ্চ করছে।

তবে আজকাল অনেকেই এসইউভি গাড়ির বদলে সেডান গাড়ি পছন্দ করে থাকেন। তাদের জন্যও ব্যবস্থা রেখেছে টাটা মোটরস। এই কোম্পানির সেডান গাড়ি Tata Tigor ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ভারতীয় গ্রাহকদের মধ্যে। এই গাড়িটি প্রতিযোগিতায় ফেলে দেয় হোন্ডা আমেজ এবং maruti suzuki এর সেডান গাড়িগুলিকে। আজকের এই প্রতিবেদনে জেনে নিন Tata Tigor গাড়ির স্পেসিফিকেশন এবং দাম সম্বন্ধে।

Tata Tigor গাড়িতে ১.২ লিটার তিন-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন পায়। এটি ৮৬PS শক্তি এবং ১১৩Nm টর্ক জেনারেট করে। ইঞ্জিনটি একটি ৫ স্পীড ম্যানুয়াল এবং একটি ৫-স্পীড AMT এর সাথে মিলিত। কোম্পানিটি তার XZ এবং XZ+ ভেরিয়েন্টে CNG কিট দেয়। ওই গাড়িটি ৭৩ PS শক্তি এবং ৯৫ Nm টর্ক জেনারেট করে। এছাড়াও এই গাড়িতে রয়েছে একাধিক অত্যাধুনিক অপশন। অ্যান্ড্রয়েড অটো এবং আপেল কার প্লে সাপোর্ট করে এই গাড়িটি। এতে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম ও ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাসটার দেখা যাবে। এছাড়াও, অটো হেডলাইট, রেইন সেন্সিং ওয়াইপার, পুশ-বাটন স্টার্ট/স্টপ, চাবিহীন এন্ট্রি, অটো এসি ইত্যাদি অত্যাধুনিক ফিচার রয়েছে।

এবার আপনার অবাক হওয়ার পালা। টাটা কোম্পানির এই গাড়িটির দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এত সুন্দর স্পেসিফিকেশন থাকা গাড়িটির এক্স শোরুম মূল্য ৬ লাখ টাকারও কম। গাড়িটির টপ মডেলটির দাম ৯ লাখ টাকা। আপনি যদি একটি সেডান গাড়ি কিনতে চান তাহলে টাটা কোম্পানির এই গাড়িটি আপনার প্রথম পছন্দ হতে পারে।

Related Articles

Back to top button