ওয়েস্ট ইন্ডিজ বনাম তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের সময় ডান পায়ের পেশীতে টান পড়ায় মাঠের বাইরে চলে যান দীপক চাহার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে তিনি দুর্দান্ত বোলিং করে উইন্ডিজের দুই ব্যাটার কাইল মায়ার্স এবং শাই হোপকে আউট করে প্যাভিলিয়নে ফেরত পাঠান। শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় স্কোয়াডে তার নাম উপলব্ধ থাকলেও ইনজুরিতে পড়ে সেই সুযোগ হাতছাড়া করেন তিনি। এরপর আইপিএলের প্রথমার্ধের খেলা থেকেও তাকে হারাতে চলেছে চেন্নাই সুপার কিংস। তবে এপ্রিলের মাঝামাঝি দলে প্রত্যাবর্তন করতে পারেন দীপক চাহার, এমনটাই জানানো হয়েছে চেন্নাই শিবির থেকে। ২০২২ মেগা নিলামে ১৪ কোটি টাকা ব্যয় করে দীপককে কিনে নেয় চেন্নাই সুপার কিংস।
তবে চোটের কারণে আইপিএলের প্রথম অংশে খেলবেন না দীপক চাহার। সে ক্ষেত্রে দীপক চাহারের বিকল্প বোলার কে হবে, এনিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। তবে ওয়াসিম জাফর এদিন বলেন,”মহেন্দ্র সিং ধোনি সর্বদা তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রেও তার মধ্যে এই একই বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। আমি মনে করি, দীপক চাহারের বিকল্প হিসেবে মহেন্দ্র সিং ধোনি একজন তরুণ ক্রিকেটারের উপর ভরসা রাখতে পারেন। সে ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির পছন্দের তালিকায় জায়গা পেতে পারেন তুষার দেশপান্ডে, সিমারজিৎ সিং কিংবা মুকেশ চৌধুরীর মতো তরুণ ক্রিকেটার।
আপনাদের জানিয়ে রাখি, সিমারজিৎ সিং দিল্লির হয়ে পাওয়ার প্লেতে বল করেছেন। অন্যদিকে মুকেশ চৌধুরী, যিনি বা হাতে ভালো গতিতে বল করতে পারেন। মুম্বাইয়ের পিচে গতির প্রয়োজন হবে। সেক্ষেত্রে মুকেশ চৌধুরী হতে পারে দীপক চাহারের উপযুক্ত বিকল্প। তবে তুষার দেশপান্ডে এই তিনজনের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ। ইতিপূর্বে আইপিএল ২০২০-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে পাঁচটি ম্যাচ খেলে তিনটি উইকেট নিয়েছেন তিনি। সম্প্রতি তাকে অনুশীলন খেলায় মহেন্দ্র সিং ধোনিকে আউট করতে দেখা গেছে।