Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বড়দিন ছোটদের সঙ্গে মন খুলে উজ্জাপন করলেন ঋতাভরী

Updated :  Wednesday, December 25, 2019 11:37 AM

বেশ কিছু বছর আগে টেলিভিশনে মেগা সিরিয়ালে ললিতার চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। এরপর খুব বেশি কাজ না করলেও, যখনই পর্দায় ফিরেছেন সকলের মন ছুঁয়েছে তার অভিনয়। টেলিভিশনের পাশাপাশি, বলিউডের কাজও সমান ভাবে সামলেছেন তারকা।

বড়দিন ছোটদের সঙ্গে মন খুলে উজ্জাপন করলেন ঋতাভরী

কখনও আয়ুষ্মান খুরানার গার্লফ্রেন্ড তো কখনও পেজথ্রি সাংবাদিকের ভূমিকায় কালকি কোচলিনের বিপরীতে এককথায় ফ্ললেস সে। ২০১৯-এ অবশ্য বেশিরভাগ সময় দিয়েছেন টলিউডকে। একদিকে “শেষ থেকে শুরু”-তে জিৎ-এর বিপরীতে তার অভিনয়, অন্যদিকে সবেমাত্র শেষ করেছেন ২০২০-র অন্যতম ছবি “ব্রহ্ম জানে গোপন কম্মটি”-র শ্যুটিং।

বড়দিন ছোটদের সঙ্গে মন খুলে উজ্জাপন করলেন ঋতাভরী

বছর শেষে বড়দিনের আমেজে একটা ছোট্ট বিরতি। তাই নিজের মত করে একদল মুখ ও বধির শিশুদের সঙ্গে কেক কেটে ক্রিসমাসের আনন্দে মেতে উঠলেন রিতাভরি।শেয়ার করেছে আনন্দে আত্মহারা শিশুদের একটি ভিডিও ও।