কলকাতা: আজ ২৮ অগাস্টের সভা হচ্ছেই, তবে মেয়ো রোডে নয়। ভার্চুয়াল সভা করে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর এই দিনে মেয়ো রোডে দলের ছাত্র সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রখেন মুখ্যমন্ত্রী। বার্তা দেন দলের যুব ও তরুণ নেতা নেত্রীদের। এবার এর একটু ব্যতিক্রম হতে চলেছে। করোনা অতিমারির কারণে একুশে জুলাইয়ের মতো তৃণমূল ছাত্র পরিষদের স
২৮ অগাস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস৷ প্রতি বছর মেয়ো রোডে দলের ছাত্র সংগঠনের সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এবার কোনও ঝুঁকি না নিয়ে দলের তরফে সেই সভার আয়োজন করা হচ্ছে না৷ টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘করোনা অতিমারির কারণে এ বছর মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বার্ষিক সভার আয়োজন করা হচ্ছে না৷ তার বদলে তৃণমূল কংগ্রেসের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভার্চুয়াল সভা হবে৷ আমার প্রিয় ছাত্রছাত্রী এবং টিএমসিপি-র সদস্যদের উদ্দেশে আমি বেলা ৩টের সময় সেখানেই বক্তব্য রাখব৷’
টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলনেত্রী আরও লিখেছেন, ‘ছাত্রছাত্রী এবং যুব সমাজ দেশের ভবিষ্যৎ৷ তারা প্রতিভাবান, দক্ষ এবং পরিশ্রমী৷ ছাত্র আন্দোলনের মাধ্যমেই আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল৷ ছাত্রছাত্রীদের মধ্যে থেকেই দেশের ভবিষ্যতের নেতা উঠে আসবে৷’