কলকাতা: একইদিকে যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ঢাকা নয়, খোলা প্যান্ডেলে এবারের পুজো হবে, তেমনই আর একদিকে তিনি ঘোষণা করলেন পুরহিতদের এবার থেকে মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। আজ, সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, ৮০০০ সনাতনী ব্রাহ্মণ পুরোহিতদের এই সুবিধা দেওয়া হবে। পুজোর মাস থেকেই এই মাসিক ভাতা দেওয়া হবে। প্রত্যেক পুরোহিতের ১ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন। শুধু তাই নয়, বাংলা আবাস যোজনায় দরিদ্র সনাতনী পুরোহিতের ঘর তৈরি করে দেওয়া হবে বলেও এদিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা পুজোর আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, আগামী ২৫ সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন মূখ্যমন্ত্রী। তার আগে আজ, সোমবার নবান্ন থেকে তিনি সাংবাদিক বৈঠকে জানালেন, খোলা প্যান্ডেলের মধ্যে পুজোর আয়োজন করতে হবে। এমনকি চারদিকে হাওয়া-বাতাস প্রবেশ করতে পারে তেমন ব্যবস্থা রাখতে হবে পুজো কমিটিগুলিকে।