Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গত ১০০ বছরে এই প্রথম দেশের অর্থনীতিতে এমন বিপর্যয় : আরবিআই প্রধান

করোনার সংক্রমণ যত বেড়েছে ততই দেশ জুড়ে দীর্ঘমেয়াদি হয়েছে লক ডাউন। মার্চ মাস থেকে টানা দুই মাস দেশ জুড়ে লক ডাউনের জেরে সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। আগে থেকে…

Avatar

করোনার সংক্রমণ যত বেড়েছে ততই দেশ জুড়ে দীর্ঘমেয়াদি হয়েছে লক ডাউন। মার্চ মাস থেকে টানা দুই মাস দেশ জুড়ে লক ডাউনের জেরে সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। আগে থেকে অর্থনীতির বেহাল দশা থাকলেও লক ডাউন যেন সেই অবস্থাকে কঙ্কালসার অবস্থায় নামিয়ে এনেছে, এমনটাই জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

শনিবার এসবিআইয়ের তরফে সপ্তম ‘এসবিআই ব্যাঙ্কিং অ্যান্ড ইকনমিক কনক্লেভ’ উপলক্ষে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়, যেখানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এই বক্তব্য পেশ করেছেন। তিনি আরও জানান, “গত ১০০ বছরের মধ্যে এই প্রথম অর্থনীতি ও স্বাস্থ্যক্ষেত্রে এমন চরম বিপদের সৃষ্টি হয়েছে”।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া তিনি জানান, “চাকরির ক্ষেত্রে দেশে এই প্রথম এমন বিপর্যয় নেমে এসেছে। দেশে এরফলে আরও বেকার সংখ্যা বাড়বে। উৎপাদন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। আর এই সবকিছুর জন্য একটি সিস্টেম ক্ষতিগ্রস্ত হচ্ছে”। কোভিড-১৯-এর কারনে দেশে তৈরি হওয়া অর্থনীতির এরূপ বেহাল দশাকে আগে স্বাভাবিক অবস্থায় আনতে হবে বলে জানান তিনি। আর এরজন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

সেই পরিকল্পনা গুলি হল, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ভারতের বাজারে ৯.৫৭ লক্ষ কোটি টাকা নগদ জোগানের ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘমেয়াদি করা হয়েছে মেয়াদি ঋণের মোরাটোরিয়ামের সময়। এছাড়া দেশের আর্থিক মন্দা কাটাতে গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট কমিয়ে এনেছে। আর এরফলে দেশে অর্থনীতির অবস্থা ক্রমে স্বাভাবিক হতে পারে বলে আশাবাদী রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

About Author