কোভিড মুক্ত হয়ে বোল্ড লুকে সামনে আসলেন মালাইকা, দেখুন ছবি

সেপ্টেম্বরের শুরুর দিকে অর্জুন কাপুরের পরপর মালাইকার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। অভিনেত্রী নিজেই তাঁর ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে নিজের অনুগামীদের এই তথ্য জানিয়েছিলেন। মালাইকা অরোরার করোনা ভাইরাস ধরা পড়ায় ইন্ডিয়া’‌স বেস্ট…

Avatar

সেপ্টেম্বরের শুরুর দিকে অর্জুন কাপুরের পরপর মালাইকার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। অভিনেত্রী নিজেই তাঁর ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে নিজের অনুগামীদের এই তথ্য জানিয়েছিলেন। মালাইকা অরোরার করোনা ভাইরাস ধরা পড়ায় ইন্ডিয়া’‌স বেস্ট ডান্সার রিয়্যালিটি শোয়ের শুটিং স্থগিত রাখা হয়েছিলো। কিন্তু সব বাঁধা কাটিয়ে অভিনেত্রী ফিরলেন তাঁর পুরনো চালে।

কোভিড মুক্ত হয়ে বোল্ড লুকে সামনে আসলেন মালাইকা, দেখুন ছবি

কোভিডের রিপোর্ট নেগেটিভ হওয়ার পর সরব হয়েছেন মালাইকা।

কোভিড মুক্ত হয়ে বোল্ড লুকে সামনে আসলেন মালাইকা, দেখুন ছবি

পরিচালক করণ জোহর শনিবার একটি পোস্ট করেন ড্রাগ-পার্টি নিয়ে, সেখানেও মালাইকা কমেন্ট করেছেন। এছাড়া বিভিন্ন মুডে পোজ দিতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়।

কোভিড মুক্ত হয়ে বোল্ড লুকে সামনে আসলেন মালাইকা, দেখুন ছবি

মালাইকা তাঁর পুরনো চালে ফিরলেও, নেটিজেনদের আক্রোশ থেকে রেহাই পাননি। সম্প্রতি তিনি তাঁর বাড়ির পোষ্য কুকুরকে নিয়ে একটি ছবি পোস্ট করেন, যার কমেন্ট বক্সে সবাই অভিনেত্রীকে গালমন্দ করেছে। করণ জোহরের নাইট পার্টিতে উপস্থিত ছিলেন মালাইকা-অর্জুন উভয়েই। এরপর থেকে অভিনেত্রীর প্রতিও বিদ্বেষ ছড়ায়।

 

View this post on Instagram

 

Twos company ♥️ #sundaze#kaftankove#casperlove❤️

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on

বর্তমানে মালাইকা অরোরা ভালোই আছেন। প্রিয় বান্ধবী করিনা কাপুর খানের জন্মদিনেও উপস্থিত ছিলেন মালাইকা। সেই ছবিও পোস্ট করেছেন ছাইয়া ছাইয়া গার্ল।

 

View this post on Instagram

 

Beboliciousss it’s a bigggggggish♥️♥️♥️ fabulous at any age … #fab40bebo…. love u?♥️

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial) on