IPL 2024 চলছে, অর্ধেকেরও বেশি টুর্নামেন্ট শেষ হয়ে গেছে এবং এই পুরো ম্যাচ চলাকালীন T20 World Cup 2024-এর জন্য টিম ইন্ডিয়ায় কে জায়গা পাবেন তা নিয়েও আলোচনা হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ইতিমধ্যে আসন্ন বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। দলে আগামী দিনে পরিবর্তন হবে কি না সে ব্যাপারেও প্রশ্ন রয়েছে।
এসবের মাঝেই হঠাৎ করেই টিম ইন্ডিয়ায় মহেন্দ্র সিং ধোনির ফেরার প্রসঙ্গ উঠে এসেছে, যা নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাহলে কি সত্যিই এমন কিছু করতে চলেছেন প্রধান নির্বাচক অজিত আগরকর? টিম ইন্ডিয়া এবং চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক ধোনি আজকাল আইপিএল ২০২৪-এ নিজের স্টাইল দেখাচ্ছেন। হাঁটুর চোট সত্ত্বেও, ধোনি প্রতি ম্যাচে পুরো ২০ ওভার কিপিং করছেন তবে যখন ব্যাটিংয়ের কথা আসে তখন তিনি কেবল শেষ ২-৩ ওভারে ব্যাট করতে পছন্দ করছেন। এবং এই ভূমিকায় বেশ মানিয়েও নিয়েছেন নিজেকে।
ধোনি নিজেকে এখনও ফিনিশরের ভূমিকায় রাখছেন। এরই মধ্যে এক ক্রিকেট বিশেষজ্ঞর মন্তব্য সাড়া ফেলেছে। ধোনি আবার ফিরবেন জাতীয় দলে?
আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে প্রাক্তন পেসার বরুণ অ্যারন বলেছেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি তো দেখতেই পারি! মহেন্দ্র সিং ধোনি। বলা ভালো দ্য ওয়াইল্ডেস্ট কার্ড।’