ক্রিকেটখেলা

ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল, তবে একটি শর্তে

Advertisement

করোনার আতঙ্কে দীর্ঘদিন বন্ধ আন্তর্জাতিক ক্রিকেট। সম্প্রতি সমস্ত নিয়মবিধি মেনে মাঠে নেমে পড়েছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ভারত কবে মাঠে নামবে? জানা যাচ্ছে, চলতি বছরের শেষে ভারত অস্ট্রেলিয়া সফরে পারে। গতকাল বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বছরের শেষে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে এক প্রকার সবুজ সংকেত দিলেন।

তবে এই সফরের পিছনে একটা শর্ত তিনি দিয়েছেন। বিসিসিআই সভাপতি বলেন, অস্ট্রেলিয়া পৌঁছে ভারতীয় দলকে যেন একটু কম সময় কোয়ারিন্টাইনে রাখা হয়। পূর্বনির্ধারিত সূচী অনুসারে ডিসেম্বর-জানুয়ারিতে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে চারটি টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। ডিসেম্বর-জানুয়ারিতেই এই চার টেস্টের সিরিজ হোক এমনটা অনেকদিন ধরেই চাইছে অজি ক্রিকেট বোর্ড। করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট এখন বন্ধ থাকলেও ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি অনেকটাই উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে অস্ট্রেলিয়ায় শুধুমাত্র মেলবোর্ন ছাড়া বাকি স্থানে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। তাই ডিসেম্বরের সিরিজ নিয়ে বিসিসিআই-এর কোনো আপত্তি নেই বলে জানা যাচ্ছে। বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির শুধুমাত্র একটিই শর্ত আছে। গতকাল একটি টিভি চ্যানেলে বোর্ড সভাপতি বলেন, “অস্ট্রেলিয়া সফরের অনুমতি দিচ্ছি আমরা। ডিসেম্বরেই অস্ট্রেলিয়া যাবে দল। তবে আশা করছি আমাদের একটু কম সময় কোয়ারিন্টাইনে রাখা হবে।”

  1. এর কারণ হিসেবে সৌরভ বলেন, “১৪ দিন ক্রিকেটাররা হোটেলে বসে থাকবে, এটা আমরা চাইছি না। এতে করে তাদের হতাশা গ্রাস করতে পারে। আর মেলবোর্ন ছাড়া বাকি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি এখন খুব একটা আশঙ্কাজনক নয়। সেই জন্যই এই সফরে আমাদের কোনো আপত্তি নেই।” এখন ভারতীয় বোর্ডের শর্তের কি প্রতিক্রিয়া দেয় অজি বোর্ড সেটাই দেখার।

Related Articles

Back to top button