Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আইপিএল থেকে অবসর নিলেন সিএসকে এর তারকা ক্রিকেটার, দুঃখের ছায়া ফ্যানদের মনে

Updated :  Tuesday, November 3, 2020 12:56 PM

গত রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে এইবারের মতো খেলা শেষ করেছে চেন্নাই সুপার কিংস। শুরুর দিকটা ততটা ভালো না হলেও শেষের তিনটি ম্যাচে জয়ের মাধ্যমে ফ্যানদের মনে অনেকটাই নিজেদের ধরে রাখতে সক্ষম হয়েছেন বলে মনে করেন সুপার কিংস এর সিংহেরা।

তবে এর সাথে তাদের শিবিরে ঘনিয়ে এসেছে দুঃখের এক ঝড় ও। লিগের শেষ ম্যাচ খেলার কয়েক ঘণ্টার মধ্যেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন চেন্নাই তথা অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার শেন ওয়াটসন।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, ওই দিন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের পরেই নিজের অবসরের কথা জানিয়ে দেন চেন্নাই এর এই তারকা ক্রিকেটার। তিনি বলেন যে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত তিনি ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন। এর পরই দলের বাকি সকলকে ধন্যবাদ জানান তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৬ সালেই অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন শেন। তারপর ২০১৮ সালে তিনি যোগ দেন চেন্নাই এর দলে। তবে এইবারের আইপিএল খুব একটা ভালো যায়নি ওয়াটসনের জন্য। শেষ ১১ ম্যাচে তার মোট রান ২৯৯। তবে তাতে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি ও।