DA Salary Hike: এইদিন কর্মচারীদের ডিএ বৃদ্ধির উপহার, বেতন বাড়বে ৮ হাজার টাকা
কেন্দ্রীয় সরকার তাদের ১ কোটির বেশি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করবে
ফের সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। আবার কেন্দ্রীয় সরকার তাদের ১ কোটির বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করতে পারে। AICPI সূচক অনুযায়ী দেশে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় কর্মচারীদের এবং পেনশনভোগীদের DA প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে পারে বড় সুখবর। সূত্রের খবর, আগামী জুলাই মাস থেকে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আবারও ৪ শতাংশ বাড়িয়ে ৪৬ শতাংশ করা হতে পারে।
এর আগে মার্চ মাসে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে সরকার। এবার ৪২ শতাংশ থেকে ৪৬ শতাংশ হবে মহার্ঘ ভাতা। ১ জানুয়ারি থেকে সরকার এই বৃদ্ধি কার্যকর করেছে।এখন পরবর্তী ডিএ ১ জুলাই থেকে প্রযোজ্য হবে। দ্বিতীয়ার্ধে মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ্যতা ত্রাণ (ডিআর) ৪ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ডিএ ৪২ শতাংশ। DA, যা ১ জুলাই থেকে কার্যকর করা হবে, ৪৬ শতাংশে বাড়বে বলে আশা করা হচ্ছে। ডিএ বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনও বৃদ্ধি পাবে। কত টাকা বেতন বাড়বে? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।
যদি একজন কেন্দ্রীয় কর্মচারীর বর্তমান বেসিক বেতন হয় ১৮,০০০ টাকা এবং বর্তমানে তিনি ৪২ শতাংশ হারে ৭,৫৬০ টাকা ডিএ পান। যদি তাদের ডিএ বেড়ে ৪৬ শতাংশ হয়, তাহলে কর্মচারীর মহার্ঘ ভাতা হবে ৮,২৮০ টাকা। এইভাবে, প্রতি মাসে ৭২০ টাকা বৃদ্ধি পাবে। এতে কর্মচারীদের বেতন বছরে ৮,৬৪০ টাকা বাড়বে।