দিল্লি স্মৃতিতে ১০ বছর আগের পুরনো স্মৃতি ফের পেন্ডুলামের কাটা নাড়তে শুরু করেছে। গতকাল শ্বাসরুদ্ধকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাজিত হতেই টানা চার ম্যাচে হারের শিকার হয়েছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থ বিহীন দিল্লি ক্যাপিটালসের অবস্থা দেখে রীতিমতো বিস্মিত হয়ে পড়েছেন তার ভক্তরা। গতকাল শেষ বলে বাজিমাত করে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। তারাও টানা দুই ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর দিল্লির বিপক্ষে প্রথমবারের মতো ম্যাচ জয়ের স্বাদ গ্রহণ করেছে।
অন্যদিকে, টুর্নামেন্টের শুরু থেকে একের পর এক ম্যাচে লজ্জাজনকভাবে হেরে বর্তমানে পয়েন্টস টেবিলের তলানিতে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়ের বিরুদ্ধে পরাজয়ের পাশাপাশি চলতি আইপিএলে টানা চতুর্থ ম্যাচে হেরে মাথা নিচু করে মাঠ ত্যাগ করেন ডেভিড ওয়ার্নারের দল। আর গতকাল দিল্লি ক্যাপিটালস ম্যাচে পরাজিত হতেই পুরনো স্মৃতি ফিরতে শুরু করেছে সৌরভ গাঙ্গুলীর শিবিরে। ২০১৩ সালে দিল্লি ক্যাপিটালস টানা ৬ ম্যাচে লজ্জাজনকভাবে হেরেছিল। এদিকে চলতি আইপিএলে এখনো পর্যন্ত ৪ ম্যাচে হেরেছে দলটি। ফলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, হয়তো বা চলতি আইপিএলে দিল্লি শিবিরে ফিরে আসতে পারে ২০১৩-র লজ্জা জনক স্মৃতি।
আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল ঘরের মাটিতে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে দিল্লি ক্যাপিটালস। দলের হয়ে ধীরগতিতে অর্ধশত রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। তবে ঝড়ের গতিতে মাত্র ২৫ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলকে সম্মানজনক স্থানে নিয়ে যান অক্ষর প্যাটেল।
মুম্বাইয়ের সামনে দেওয়া ১৭৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ঝড়ো গতিতে রান তুলতে থাকেন অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত ৬৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন তিনি। শেষ বলে ৬ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়ে পয়েন্টস টেবিলে নিজেদের যাত্রা শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স।