Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘যোগ্য সম্মানটুকু দেয় না’, ক্ষোভে তৃণমূল ছাড়লেন রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়

Updated :  Monday, March 15, 2021 3:57 PM

বাংলার বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে আর কিছুদিনের মধ্যেই। এখন রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল শেষ মুহূর্তে প্রস্তুতি দেখে নেওয়ার কাজে ব্যস্ত। আসলে একুশে বাংলা বিধানসভা নির্বাচন যে অন্যবারের মতো হবে না তা নিয়ে কোন সন্দেহ নেই। এবারের নির্বাচনে তৃণমূল ও বিজেপির মধ্যে একটি হেভিওয়েট লড়াই দেখতে চলেছে গোটা বঙ্গবাসী। তাই রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে নিচ্ছে মহাযুদ্ধের জন্য। তবে এই মুহূর্তে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে আজ অর্থাৎ সোমবার দলত্যাগ করলেন তৃণমূল বিদায়ী বিধায়ক দেবশ্রী রায়। তিনি আজকে দুপুরবেলা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়ে তার দল থেকে ইস্তফা নিয়েছেন। সেই সাথে তিনি চিঠিতে সাফ জানিয়েছেন যে কেনো তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন।

রায়দিঘির বিদায়ী বিধায়ক দেবশ্রী রায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আজ বলেছেন, “দল আমাকে সব রকম কাজ করিয়ে নিতে। কিন্তু তার পরিবর্তে কখনো যোগ্য সম্মান দেয়নি। বরং আমাকে দল শুধু ব্যবহার করেছে।” এছাড়াও কিছুদিন আগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দলের বিরুদ্ধে আমার বেশ কিছু অভাব অভিযোগ ছিল। সেই কথা আমি দলকে জানিয়েছিলাম। কিন্তু কিছুই সুরাহা হয়নি।” আসলে দেবশ্রী রায় গত দুবার বিধায়ক পদে নির্বাচিত হলেও দল কখনো তাকে মন্ত্রিত্বপদ দেয়নি। এছাড়াও এনিমেল রিসোর্ট এন্ড ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান না করায় তিনি যে বেশ দলের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল তা বলার অপেক্ষা রাখে না। তাই কিছুদিন আগে থাকতেই জল্পনা শুরু হয়েছিল জে তারকা নেত্রী দেবশ্রী রায় তৃণমূল ত্যাগ করতে পারে। এবার আজ দুপুরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দেবশ্রী রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন।

তবে এবার প্রশ্ন উঠেছে যে অন্যান্য বিদায়ী বিধায়কদের মত কি এবার দেবশ্রী রায় গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করবেন? কারণ অতীতে তিনি বারংবার বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলেন এবং বিজেপির একটি যোগদান সভাতে দেখা গিয়েছিল। এছাড়া গতকালই বিজেপিতে যাওয়ার তার পথের কাঁটা শোভন চট্টোপাধ্যায় দল ছেড়ে দিয়েছেন। তাই এবার দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদান খুব একটা অস্বাভাবিক কিছু বলে মনে করছে না বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এই বিষয়ে দেবশ্রী রায় এখন মুখ খোলেননি। বরং তিনি বলেছেন, “অভিনয়ের জগতে ফিরে যেতে চাই। অনেককটা অফার আছে একসাথে।”