Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘গভীর ষড়যন্ত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে’, বিস্ফোরক অভিযোগ সুব্রত বন্দ্যোপাধ্যায়ের

Updated :  Sunday, February 28, 2021 10:55 AM

আসন্ন বাংলার বিধানসভা ভোট। তার আগেই মন্তব্যের পাল্টা মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। শনিবার পূর্বস্থলীর কালীনগর গ্রামে এসে তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, “যদি কেউ পারেন রেকর্ড করে রাখুন। আমার বিরুদ্ধে মামলা করবেন। বেমতলব ভাবে চক্রান্ত হচ্ছে। গভীর ষড়যন্ত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।”

এ ব্যাপারে পাল্টা বিজেপির রাজ্য নেতা রাজীব ভৌমিক জানান, “জনতার সমর্থন সরে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাবে ইতিমধ্যেই মৃত। তাই নতুন করে চক্রান্ত, ষড়যন্ত্র করার প্রয়োজন নেই বিজেপির। রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবেই হওয়া উচিত। এসব কথা বলে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন।”

কালীনগর থেকে নদিয়ার গয়েশপুর পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এই রাস্তার কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের ঘোষণা হয়ে যাওয়ায় এদিন উদ্বোধন হয়নি ওই রাস্তার। তবে সেখানে দাঁড়িয়ে তিনি আসন্ন ভোট প্রসঙ্গে বলেন, “এবারের ভোট মামুলি ভোট নয়। এ ভোট আমাদের সমাজকে বাঁচানোর ভোট। একবার হেরে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু নয়। কিন্তু এবার হারা যাবে না। ভোট দিন আর সঙ্গে বিজেপির উপর ঘৃণাও বর্ষণ করুন।” তাঁর কথায়, “যতদূর জানি, প্রাথমিক কাজ দলের পক্ষ থেকে অনেকটা তৈরি আছে। বাকি সিদ্ধান্ত নিয়ে কমিটি কাল পরশুর মধ্যেই বসবে।”

প্রসঙ্গত নীলবাড়ি দখলের লড়াইয়ে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে রাজ্যের রাজনৈতিক দলগুলি। এবারের ভোটকে তাই হাইভোল্টেজ ভোট হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।