তড়িৎ ঘোষ : নাগপুরে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও অন্তিম টি-টোয়েন্টিতে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে বিশ্বরেকর্ড করেন দীপক চাহার। তার পুরস্কার স্বরূপ যেতেন “ম্যান অফ দ্যা ম্যাচ” ও “ম্যান অফ দ্যা টুর্নামেন্ট” এর খেতাব। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বোলারদের মধ্যে সবচেয়ে সেরা পারফরম্যান্সটি করেন তিনি এবং ক্রিকেটের ঐ ফরম্যাটে প্রথম ভারতীয় হিসাবে করেন হ্যাটট্রিক।
এমনিতেই অন্য কোনও সতীর্থদের সঙ্গে তার তুলনা করা হোক এটা পছন্দ করেন না কোনও খেলোয়াড়। কিন্তু একজন সেরা খেলোয়াড়ের সাথে তার তুলনা করা হলে অত্যন্ত খুশি হন তারা। ম্যাচের পর সাংবাদিকদের একথা জানান দীপক চাহার। তিনি বলেন “বুমরাহ বর্তমানে বিশ্বের একজন সেরা বোলার, তার সঙ্গে যখন কারো তুলনা করা হয় নিশ্চয়ই সেটা ভালো লাগে। রোহিত ভাই আমাকে বলে এই ম্যাচে তোমাকে আমি বুমরার মত ব্যবহার করব। যে কথা শুনে আমার আত্মবিশ্বাস বেড়ে যায়”।
সাফল্যের পেছনে অবদানের কথা বলতে গিয়ে মহেন্দ্র সিংহ ধোনির প্রসঙ্গ টেনে আনেন দীপক চাহার। তিনি বলেন “মাহি ভাই এর কাছ কঠিন পরিস্থিতিতে শান্ত থেকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বোলিং করার পরামর্শ পেয়েছি যেটা খুব কাজে লেগেছে। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই প্রত্যেকটি ম্যাচে আরও ভালো করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি”।